Advt. No. A 01/2022
IRCON International Ltd. is inviting applications for the following post on contractual basis.
Post: Graduate Apprentice & Technician (Diploma) Apprentice
Total Vacancy: 31. Graduate Apprentice- 19, Technician (Diploma) Apprentice- 12
Eligibility: Graduate Apprentice- Graduate in relevant Engineering/Technology stream, Technician (Diploma) Apprentice- Diploma in relevant Engineering/Technology stream.
Age-limit: 30 years as on 01.08.2022
Training Period: 1 year
Stipend: Graduate Apprentice- Rs,10,000 & Technician (Diploma) Apprentice- Rs. 8,500
Last Date of Online Application: 17.08.2022
Last Date for receipt of Print out of Application Form and Document: 24.08.2022
……………………………………………………
ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করছে।
পদের নাম: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ: ৩১। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- ১৯ ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস- ১২
শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস- সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে।
বয়স: ৩০ বছর (১ আগস্ট, ২০২২ অনুযায়ী)
ট্রেনিং পিরিয়ড: ১ বছর
স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- ১০,০০০ টাকা ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস- ৮,৫০০ টাকা।
অনলাইন দরখাস্তের শেষ তারিখ: ১৭ আগস্ট, ২০২২
প্রিন্ট করা দরখাস্ত পাঠানোর শেষ তারিখ: ২৪ আগস্ট, ২০২২
Official Website: www.ircon.org
Official Notification: Click Here