Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

31 NON TEACHING STAFFS IN IIT, HYDERABAD / আইআইটি হায়দরাবাদে ৩১

Advt. No. IITH/2022/Rec/NF/11

IIT Hyderabad invites online applications from Indian Nationals for the following posts

Post: Chief Library Officer, Assistant Registrar, Technical Officer, Section Officer, Assistant Engineer (Electrical), Technical Superintendent, Junior Engineer (Electrical), Physical Training Instructor, Junior Technician, Multi Skill Assistant Gr.I.

Total vacancy: 31. Chief Library Officer: 1, Assistant Registrar: 1, Technical Officer: 4, Section Officer: 1, Assistant Engineer (Electrical): 1, Technical Superintendent: 4, Junior Engineer (Electrical): 2, Physical Training Instructor: 2, Junior Technician: 9, Multi Skill Assistant Gr.I : 6.

Eligibility:  post wise different.

Age:   post wise different.

Pay Scale:   post wise different.

Last Date of Online Application : 19th September, 2022 till 5 pm.

……………………

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, হায়দরাবাদ চিফ লাইব্রেরি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, টেকনিক্যাল অফিসার, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাকটার, জুনিয়র টেকনিশিয়ান, মাল্টি স্কিল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে ৩১ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) চিফ লাইব্রেরি অফিসার: লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো বিশ্ববিদ্যালয় / স্বশাসিত সংস্থায় ডেপুটি লাইব্রেরিয়ান (পে লেভেল ১২ বা তার সমতুল কোনো পদ) হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ও লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা৷

(২) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: (ক) কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ পে লেভেল ৬ এর সমতুল্য কোনো পদে ৭ বছর বা পে লেভেল ৭ / ৮ এর সমতুল্য কোনো পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা (খ) সিএ / সিএমএ / আইসিডব্লুএ পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(৩) টেকনিক্যাল অফিসার: (ক) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল: পাওয়ার ইলেকট্রনিক্স / পাওয়ার সিস্টেম / কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক ও এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ (খ) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বায়ো সেফটি): বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং / অ্যানিম্যাল বায়োটেকনোলজি / মেডিক্যাল বায়োটেকনোলজি / ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ এম.ই / এম.টেক পাশ হতে হবে সঙ্গে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা অ্যানিম্যাল সায়েন্স / অ্যানিম্যাল টেকনোলজিতে প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি পাশ সঙ্গে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ (গ) কম্পিউটার সেন্টার: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ এম.ই / এম.টেক / এম.এসসি পাশ হতে হবে সঙ্গে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক / বি.এসসি পাশ সঙ্গে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সিসিএনএ / সিসিডিএ / সিসিএনপি / সিসিআইই / সিসিডিই / সিসিএআর সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷  বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(৪) সেকশন অফিসার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ পে লেভেল ৬ এর সমতুল্য কোনো পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷  বেতনক্রম: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷

(৫) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ পে লেভেল ৬ এর সমতুল্য কোনো পদে ৩ বছর কাজের অভিজ্ঞতাসহ মোট ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷  বেতনক্রম: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷

(৬) টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট: (ক) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং: বায়োমেডিক্যাল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / কম্পিউটার সায়েন্স / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ (খ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ (গ) কম্পিউটার সেন্টার: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক / এমসিএ / এম.এসসি পাশ হতে হবে সঙ্গে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ (ঘ) মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক / এমসিএ পাশ হতে হবে সঙ্গে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এলপিআইসি-২ /  এলপিআইসি-৩ / এলএফসিএস / এলএফসিএ / ওসিএ / আরএইচসিই / জিসিইউএক্স / লিনাক্স সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷  বেতনক্রম: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷

(৭) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে সঙ্গে  ৩ বছর কাজের  অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ বেতনক্রম: ১,০১,৫০০ টাকা থেকে ১,৬৭,৪০০ টাকা৷

(৮) ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাকটর: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও ফিজিক্যাল এডুকেশন / স্পোর্টস সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন / স্পোর্টস সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৯) জুনিয়র টেকনিশিয়ান: (ক) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং: ইলেকট্রিক্যাল /ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স /বায়োমেডিক্যাল / ইঞ্জিনিয়ারিং ফিজিক্স / ফোটোনিক্স শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ বা ইলেকট্রিক্যাল /ইনস্ট্রুমেন্টেশন / ফোটোনিক্স শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি পাশ বা ইনস্ট্রুমেন্টেশন / বায়োমেডিক্যাল  ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ (খ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ ডিপ্লোমা পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী১)৷ (গ) কেমিস্ট্রি: কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণির বি.এসসি পাশ হতে হবে সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ (ঘ) সিভিল সুপারভাইজার: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে সঙ্গে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (ঙ) কমিউনিকেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি ইলেকট্রনিক্স পাশ হতে হবে অথবা কমিউনিকেশন / সিগন্যাল প্রসেসিং শাখায় প্রথম শ্রেণির ডিপ্লোমা পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৷ (চ) মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই: ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি ইলেকট্রনিক্স পাশ হতে হবে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল  শাখায় প্রথম শ্রেণির ডিপ্লোমা পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷  বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(১০) মাল্টি স্কিল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান: (ক) জেনারেল: মাধ্যমিক বা সমতুল পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ব্যাচেলর ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, তঃজাঃ ১)৷ (খ) ইলেকট্রিক্যাল: ইলেকট্রিক্যাল ট্রেডে প্রথম শ্রেণির নম্বরসহ আইটিআই পাশ হতে হবে শহেগ ওয়্যারম্যানের সার্টিফিকেট থাকতে হবে অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডে সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷  বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://staff.recruitment.iith.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://iith.ac.in/careers/

Get details: Click Here

 

Share it :