Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

31 STAFFS IN AURANGABAD CANTOMENT BOARD / ঔরঙ্গাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডে ৩১

Advertisement No. 78/CB/Appointment/2022-23

The Aurangabad Cantonment Board invites applications for the following posts.

Post: Junior Clerk, Dresser, Electrician, Lab Assistant, Mali, Mazdoor, Midwife, Peon, Pump Operator, Safai Karmachari, Valve man.

Total vacancy: 31. Junior Clerk: 4, Dresser” 1, Electrician: 1, Lab Assistant: 1, Mali: 1, Mazdoor: 1, Midwife: 1, Peon: 3, Pump Operator: 1, Safai Karmachari: 16, Valve man: 1.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 6th January, 2023 till 6:15 pm

……………………………….

ঔরঙ্গাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড সাফাই কর্মচারী, জুনিয়র ক্লার্ক, পিওন, ড্রেসার, ইলেকট্রিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মালি, মজদুর, মিডওয়াইফ, পাম্প অপারেটর, ভালভ ম্যান পদে ৩১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ৬ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত পাঠাতে হবে ৬ জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সাফাই কর্মচারী: সপ্তম শ্রেণি  পাশ হতে হবে৷   শূন্যপদ: ১৬ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(২) পিওন: দশম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(৩) ড্রেসার: দশম শ্রেণি পাশ সঙ্গে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সিএমডি সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৪) জুনিয়র ক্লার্ক: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই একটি সরকারি কমার্শিয়াল সার্টিফিকেট বা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ বা মারাঠি / হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৫) ইলেকট্রিশিয়ান: দশম শ্রেণি পাশ সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআইপাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৬) ল্যাব অ্যাসিস্ট্যান্ট: দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমাপাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৭) মালি: দশম শ্রেণি পাশ সঙ্গে গার্ডেনারের (মালি) ১ বছরের সার্টিফিকেট কোর্সপাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(৮) মজদুর: সপ্তম শ্রেণি হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

(৯) মিডওয়াইফ: দ্বাদশ শ্রেণি পাশ ও অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফারি কোর্স পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(১০) পাম্প অপারেটর: দশম বা দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে পাম্প অপারেটর ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(১১) ভালভ ম্যান: দশম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://aurangabad.cantt.gov.in ওয়েবসাইটে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / প্রাক্তন সমরকর্মী / শারীরিক প্রতিবন্ধাী / মহিলা / রূপান্তরকামী প্রার্থীদের বেলায় ৩৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Chief Executive Officer, Aurangabad Cantonment Board (payable at Aurangabad)’-এর অনুকূলে৷ যথাযথভবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে), ইডব্লুএস সার্টিফিকেট (যদি থাকে), পিছনে নাম লেখা ২ কপি অতিরিক্ত পাসপোর্ট মাপের ছবি, নিজের নাম ঠিকানা লেখা ও ১০ টাকার ডাকটিকিট লাগানো ৫ ইঞ্চি × ১১ ইঞ্জি মাপের দুটি খাম৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Office of the Cantonment Board, Aurangabad, B No. 10, Opposite Income Tax Office, Nagar Road, Cantonment Aurangabad – 431002৷ খামের উপর লিখতে হবে‘APPLICATION FOR THE POST OF ______ in category _____(UR,SC, ST, OBC, EWS)৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://aurangabad.cantt.gov.in/recruitment/

Get detailsClick Here

Share it :