Advt. No. 12/2021
Sainik School, Chandrapur invites online applications for the following posts.
Post: Trained Graduate Teacher, Office Superintendent, General Employee, Art Master, Counselor, Ward Boy.
Total vacancy: 31.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 17 January, 2022.
……………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সৈনিক স্কুলে চন্দ্রপুর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, অফিস সুপারিনটেন্ড্যান্ট, জেনারেল এমপ্লয়ি, আর্ট মাস্টার, কাউন্সেলর, মিউজিক টিচার, ওয়ার্ড বয় পদে ৩১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ১৭ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ইংলিশ (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ইংরেজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট / স্লেট / নেট পরীক্ষয় পাশ করা আবশ্যক অথবা (খ) রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে ইংরেজিতে ৪ বছরের বি.এ.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট / স্লেট / নেট পরীক্ষয় পাশ করা আবশ্যক৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / একস্ট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(২) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, সোশ্যাল সায়েন্স (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সোশ্যাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট / স্লেট / নেট পরীক্ষয় পাশ করা আবশ্যক অথবা (খ) রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে ৪ বছরের বি.এ.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট / স্লেট / নেট পরীক্ষয় পাশ করা আবশ্যক৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / একস্ট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷
(৩) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ম্যাথমেটিক্স (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট / স্লেট / নেট পরীক্ষয় পাশ করা আবশ্যক অথবা (খ) রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে ম্যাথমেটিক্স বিষয়ে ৪ বছরের বি.এসসি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট / স্লেট / নেট পরীক্ষয় পাশ করা আবশ্যক৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / একস্ট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৪) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, জেনারেল সায়েন্স (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ জেনারেল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট / স্লেট / নেট পরীক্ষয় পাশ করা আবশ্যক অথবা (খ) রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে জেনারেল সায়েন্স বিষয়ে ৪ বছরের বি.এসসি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট / স্লেট / নেট পরীক্ষয় পাশ করা আবশ্যক৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / একস্ট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷
উপরে উল্লেখিত ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের বেলায় বেতনক্রম হবে ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷ প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পর চাকরি স্থায়ী হবে৷
(৫) অফিস সুপারিনটেন্ড্যান্ট (রেগুলার): গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে সুপারভাইজারি পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো সুকলে আপার ডিভিশন ক্লার্ক পদে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজিতে চিঠিপত্র লেখার দক্ষতা ও কম্পিউটারে জ্ঞান থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ লেখার গতি ও সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷ প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পর চাকরি স্থায়ী হবে৷
(৬) জেনারেল এমপ্লয়ি (রেগুলার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নিম্নলিখিতযে কোনো একটি কাজে দক্ষতা থাকলে ভালো হয় -হেয়ারকাটিং, লন্ড্রি , ম্যাসনরি, গার্ডেনিং, ইলেকট্রিশিয়ান, প্লামবার, সিউয়েজ ক্লিয়ারেন্স, কুকিং, হাউসকিপিং, ড্রাইভিং (৪ বা ৬ চাকার যান)৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, ওবিসি ৩)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷ প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পর চাকরি স্থায়ী হবে৷
(৭) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, কম্পিউটার (কনট্র্যাকচুয়াল): কম্পিউটার সায়েন্সে বি.ই / বি.টেক পাশ বা বিসিএ পাশ বা ইনফরমেশন টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে অথবা ম্যাথমেটিক্স বিষয় সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / আইটি’তে ৩ বছর বা ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / একস্ট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷ এটি চুক্তিভিত্তিক চাকরি৷
(৮) কাউন্সেলর (কনট্র্যাকচুয়াল): সাইকোলজিতে বি.এ / বি.এসসি পাশ হতে হবে বা কাউন্সেলিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও স্পোর্টস / একস্ট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ এটি চুক্তিভিত্তিক চাকরি৷
(৯) মিউজিক টিচার (কনট্র্যাকচুয়াল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে -ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে ৮ বছরের সঙ্গীত অলংকার বা প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে ৮ বছরের সঙ্গীত প্রবীণ বা বি.এ (মিউজিক) সঙ্গে মিউজিকে ২ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে বা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে মিউজিকে ৭ থেকে ৮ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইংরেজি / হিন্দি মাধ্যমে শিক্ষকতা করতে জানতে হবে৷ সংশ্লিষ্ট কাজে অভিজঞতা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও স্পোর্টস / একস্ট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ এটি চুক্তিভিত্তিক চাকরি৷
(১০) আর্ট মাস্টার (কনট্র্যাকচুয়াল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেইন্টিংয়ে স্পেশালাইজেশন সহ ফাইন আর্টে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফাইন আর্ট / পেইন্টিং / ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে ৫ বছরের (পূর্ণ সময়ের) / ৭ বছরের (আংশিক সময়ের ) ডিপ্পলমা পাশ হতে হবে অথবা ফাইন আর্ট / আর্ট / ড্রয়িং বিষয় সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ৪ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ এটি চুক্তিভিত্তিক চাকরি৷
(১১) জেনারেল এমপ্লয়ি, এমটিএস (কনট্র্যাকচুয়াল): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নিম্নলিখিত যে কোনো একটি কাজে দক্ষতা থাকলে ভালো হয় — হেয়ারকাটিং, লন্ড্রি ,ম্যাসনরি, গার্ডেনিং, ইলেকট্রিশিয়ান, প্লামবার, সিউয়েজ ক্লিয়ারেন্স, কুকিং, হাউসকিপিং, ড্রাইভিং (৪ বা ৬ চাকার যান)৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷ এটি চুক্তিভিত্তিক চাকরি৷
(১২) ওয়ার্ড বয় (জেনারেল এমপ্লয়ি / এমটিএস) (কনট্র্যাকচুয়াল): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি ভাষায় কমিউনিকেশন করার দক্ষতা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷ এটি চুক্তিভিত্তিক চাকরি৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.sainikschoolchandrapur.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি রেগুলার পদের বেলায় ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) ও কন্ট্র্যাকচুয়াল পদের বেলায় ১৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://sainikschoolchandrapur.com/Home
Get details: Click Here