Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

310 VACANCIES IN CCRAS / কেন্দ্রীয় গবেষণা সংস্থায় বিভিন্ন পদে ৩১০

Central Council for Research in Ayurvedic Science is inviting applications for recruitment to the following contractual post.

Post:  Ayurved Pharmacist, Ayurved GDMO, Ayurved Specialist, Panchakarma Therapist

Total Vacancy: 310

Eligibility: Degree/PG in relevant disciplines

Age limit: Post wise different

Monthly Remuneration: Post wise different

 Last Date of Online of Application: 5th May, 2022 till 6pm.

 ……………………………..

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনস্থ গবেষণা সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স আয়ুর্বেদ ফার্মাসিস্ট, পঞ্চকর্ম থেরাপিস্ট, আয়ুর্বেদ স্পেশালিষ্ট ও আয়ুর্বেদ জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ৩১০ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত পাঠাতে হবে ৫ মে, ২০২২ সন্ধ্যা ৬ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা:  (১) আয়ুর্বেদ ফার্মাসিস্ট:  আয়ুর্বেদ বিষয়ে ডিফার্মা / ডিএএন অ্যান্ড পি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ:  ১৫০৷ বয়স: ৫ মে, ২০২২-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ বেতন:  ৩০০০০ টাকা৷

(২) পঞ্চকর্ম থেরাপিস্ট: ১ বছরের পঞ্চকর্ম টেকনিশিয়ান কোর্সে পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ:  ১০ (পুরুষ ৫, মহিলা ৫)৷ বয়স: ৫ মে, ২০২২-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ বেতন:  ১৮০০০ টাকা৷

(৩) আয়ুর্বেদ জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আয়ুর্বেদ বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সরকার স্বীকৃত চিকিৎসা বিভাগে প্রার্থীর নাম নথিভুক্ত হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১১০৷ বয়স: ৫ মে, ২০২২-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ বেতন:  ৫০০০০ টাকা৷

(৪) আয়ুর্বেদ স্পেশালিষ্ট (পঞ্চকর্ম): স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পঞ্চকর্ম বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ সরকার স্বীকৃত চিকিৎসা বিভাগে প্রার্থীর নাম নথিভুক্ত হতে হবে৷ শূন্যপদ:  ১০৷ বয়স: ৫ মে, ২০২২-এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ বেতন:  ৭৫০০০ টাকা৷

(৫) আয়ুর্বেদ স্পেশালিষ্ট (শল্য): স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শল্য বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ সরকার স্বীকৃত চিকিৎসা বিভাগে প্রার্থীর নাম নথিভুক্ত হতে হবে৷ শূন্যপদ:  ১০৷ বয়স: ৫ মে, ২০২২-এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ বেতন:  ৭৫০০০ টাকা৷

(৬) আয়ুর্বেদ স্পেশালিষ্ট (কায়া চিকিৎসা): স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কায়া চিকিৎসায় পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ সরকার স্বীকৃত চিকিৎসা বিভাগে প্রার্থীর নাম নথিভুক্ত হতে হবে৷ শূন্যপদ: ১০৷ বয়স: ৫ মে, ২০২২-এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ বেতন:  ৭৫০০০ টাকা৷

(৭) আয়ুর্বেদ স্পেশালিষ্ট (প্রসূতি তন্ত্র): স্বীকৃত বিশ্ববিদ্যালয় / শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রসূতি তন্ত্র ও স্ত্রী রোগ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ সরকার স্বীকৃত চিকিৎসা বিভাগে প্রার্থীর নাম নথিভুক্ত হতে হবে৷ শূন্যপদ: ১০৷ বয়স: ৫ মে, ২০২২-এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ বেতন:  ৭৫০০০ টাকা৷

উল্লিখিত পদগুলিতে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসন ও বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://psurectt.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কলকাতা-সহ একাধিক শহরে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ৮ মে, ২০২২ থেকে ও লিখিত পরীক্ষা হবে ১৫ মে, ২০২২৷ নির্বাচিত প্রার্থীদের ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে নিযুক্ত রাখা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.ccras.nic.in ওয়েবসাইট৷

Official Website: www.ccras.nic.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

 

Share it :