Notice No.RRC-ER/Act Apprentices/2025-26
Railway Recruitment Cell, Eastern Railway is inviting applications for-
Posts: Apprentice
Total Vacancy: 3115
Howrah Division – 659
Liluah Division – 612
Jamalpur Division – 667
Sealdah Division – 440
Asansol Division – 412
Malda Division – 138
Kanchrapara Divison – 187
Eligibility: 10th class pass with ITI in relevant trades.
Age limit: 15 to 24 years.
Stipend: As per rules
Application fee: Rs. 100 (SC/ST/PwBD/Women candidates are exempted)
Last date of online application: from 14th August to 13th September, 2025.
……………………………………………………..
পূর্ব রেলে ৩১১৫ অ্যাপ্রেন্টিস
ইস্টার্ন রেলওয়ের ৭টি ডিভিশন / ওয়ার্কশপে ফিটার, ওয়েল্ডার, মেকানিক (মোটর ভেহিকেল), মেকানিক (ডিজেল), কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান (জেনারেল), ওয়্যারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স, টার্নার, মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল), রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেক্ট্রিশিয়ান ফিটার, ইলেক্ট মেকানিক, এসি ফিটার, মেকানিক ফিটার, ডিএসএল / ফিটার, ব্ল্যাকস্মিথ, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ডিজেল মেকানিক ট্রেডে ৩১১৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ আগস্ট, ২০২৫ থেকে ১৩ সেপ্ঢেম্বর, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হে www.rrcer.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://rrcer.org/notice_board.html
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬ /৮ /২০২৫)।