Indian Bank invites online applications from eligible candidates for the following post.
Post: Specialist Officer in various discipline.
Total vacancy: 312 (UR: 128, SC: 45, ST: 31, OBC: 79, EWS: 29).
Eligibility: Discipline wise different.
Age: discipline wise different.
Pay Scale: discipline wise different.
Last Date of Online Application : 14th June, 2022.
………………………………………
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান ব্যাঙ্কে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৩১২ জন ছেলেমেয়ে নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৪ জুন, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র ম্যানেজার ক্রেডিট, স্কেল থ্রি (পোস্ট কোড ১): সিএ / আইসিডব্লুএ পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২) ম্যানেজার ক্রেডিট, স্কেল টু, (পোস্ট কোড ২): সিএ / আইসিডব্লুএ পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ১৫, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৭, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩) সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্টস, স্কেল থ্রি (পোস্ট কোড ৩): সিএ পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪) ম্যানেজার ক্রেডিট, স্কেল টু, (পোস্ট কোড ৪): সিএ পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, স্কেল ওয়ান, (পোস্ট কোড ৫): সিএ পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৬) ম্যানেজার অ্যাকাউন্টস, স্কেল টু, (পোস্ট কোড ৬): সিএ / সিএস পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৭) চিফ ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট, স্কেল ফোর, (পোস্ট কোড ৭): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও জিএআরপি থেকে এফআরএম / পিআরএমআইএ থেকে পিআরএম পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৭৬,০১০ টাকা থেকে ৮৯,৮৯০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৮) সিনিয়র ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট, স্কেল থ্রি, (পোস্ট কোড ৮): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও জিএআরপি থেকে এফআরএম / পিআরএমআইএ থেকে পিআরএম পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৯) সিনিয়র ম্যানেজার পোর্টফোলিয়ো ম্যানেজমেন্ট, স্কেল থ্রি, (পোস্ট কোড ৯): বিজনেস / ম্যানেজমেন্ট / অ্যাডমিনিস্ট্রেশন / ফিন্যান্স / ব্যাঙ্কিং / রিস্ক ম্যানেজমেন্ট / কমার্সে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা সিএ পাশ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও জিএআরপি থেকে এফআরএম / পিআরএমআইএ থেকে পিআরএম পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১০) ম্যানেজার পোর্টফোলিয়ো ম্যানেজমেন্ট, স্কেল টু, (পোস্ট কোড ১০): বিজনেস / ম্যানেজমেন্ট / অ্যাডমিনিস্ট্রেশন / ফিন্যান্স / ব্যাঙ্কিং / রিস্ক ম্যানেজমেন্ট / কমার্সে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা সিএ পাশ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও জিএআরপি থেকে এফআরএম / পিআরএমআইএ থেকে পিআরএম পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১১) ম্যানেজার সেক্টর স্পেশালিস্ট-এনবিএফসি, স্কেল টু, (পোস্ট কোড ১১): বিজনেস / ম্যানেজমেন্ট / অ্যাডমিনিস্ট্রেশন / ফিন্যান্স / ব্যাঙ্কিং / রিস্ক ম্যানেজমেন্ট / কমার্সে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা সিএ পাশ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও জিএআরপি থেকে এফআরএম / পিআরএমআইএ থেকে পিআরএম পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১২) ম্যানেজার সেক্টর স্পেশালিস্ট- মেটাল, স্কেল টু, (পোস্ট কোড ১২): বিজনেস / ম্যানেজমেন্ট / অ্যাডমিনিস্ট্রেশন / ফিন্যান্স / ব্যাঙ্কিং / রিস্ক ম্যানেজমেন্ট / কমার্সে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা সিএ পাশ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও জিএআরপি থেকে এফআরএম / পিআরএমআইএ থেকে পিআরএম পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১৩) ম্যানেজার সেক্টর স্পেশালিস্ট- ইনফ্রাস্ট্রাকচার, স্কেল টু, (পোস্ট কোড ১৩): বিজনেস / ম্যানেজমেন্ট / অ্যাডমিনিস্ট্রেশন / ফিন্যান্স / ব্যাঙ্কিং / রিস্ক ম্যানেজমেন্ট / কমার্সে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা সিএ পাশ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও জিএআরপি থেকে এফআরএম / পিআরএমআইএ থেকে পিআরএম পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১৪) চিফ ম্যানেজার ডেটা অ্যানালিস্ট, স্কেল ফোর, (পোস্ট কোড ১৪): কম্পিউটার সায়েন্স / আইটি / ডেটা সায়েন্স / মেশিন লার্নিং অ্যান্ড এআই বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ডেটা সায়েন্সে ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৭৬,০১০ টাকা থেকে ৮৯,৮৯০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১৫) সিনিয়র ম্যানেজার ডেটা অ্যানালিস্ট, স্কেল থ্রি, (পোস্ট কোড ১৫): কম্পিউটার সায়েন্স / আইটি / ডেটা সায়েন্স / মেশিন লার্নিং অ্যান্ড এআই বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ডেটা সায়েন্সে ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১৬) ম্যানেজার স্ট্যাটিসটিশিয়ান, স্কেল টু, (পোস্ট কোড ১৬): স্ট্যাটিসটিক্স / অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১৭) চিফ ম্যানেজার ইকোনমিস্ট, স্কেল ফোর, (পোস্ট কোড ১৭): ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৭৬,০১০ টাকা থেকে ৮৯,৮৯০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১৮) ম্যানেজার ইকোনমিস্ট, স্কেল টু, (পোস্ট কোড ১৮): ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(১৯) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, স্কেল ওয়ান, (পোস্ট কোড ১৯): মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / কেমিক্যাল / টেক্সটাইল / প্রোডাকশন / সিভিল বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫০ (জেনাঃ ৬০, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৪০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৫)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২০) সিনিয়র ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন, স্কেল থ্রি, (পোস্ট কোড ২০): মাস কমিউনিকেশন / জার্নালিজম বা ওই সম্বন্ধীয় বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কোনো এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২১) ম্যানেজার সিকিউরিটি, স্কেল টু, (পোস্ট কোড ২১): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কমপক্ষে ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন স্তরে ইনফরমেশন টেকনোলজি বা ওই সম্বন্ধীয় কোনো বিষয় পড়ে থাকতে হবে৷ আর্মি / নেভি / এয়ারফোর্সে কমিশনড অফিসার পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা পুলিশের ডেপুটি কমিশনার বা তার থেকে উচ্চতর কোনো পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বা প্যারামিলিটারি ফোর্সে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৪, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২২) ম্যানেজার ডিলার ফোরেক্স – আইএনআর স্পট, স্কেল টু, (পোস্ট কোড ২২): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২৩) ম্যানেজার ডিলার ফোরেক্স – আইএনআর সোয়াপ, স্কেল টু, (পোস্ট কোড ২৩): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২৪) ম্যানেজার ডিলার ফোরেক্স – ক্রস, স্কেল টু, (পোস্ট কোড ২৪): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২৫) ম্যানেজার ডিলার ফোরেক্স – ডেরিভেটিভস, স্কেল টু, (পোস্ট কোড ২৫): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২৬) ম্যানেজার ডিলার ডোমেস্টিক – এসএলআর, স্কেল টু, (পোস্ট কোড ২৬): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২৭) ম্যানেজার ডিলার ডোমেস্টিক – ইক্যুইটি, স্কেল টু, (পোস্ট কোড ২৭): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২৮) ম্যানেজার ডিলার ডোমেস্টিক – এনএসএলআর, স্কেল টু, (পোস্ট কোড ২৮): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(২৯) ম্যানেজার ডিলার ডোমেস্টিক – ডেরিভেটিভস, স্কেল টু, (পোস্ট কোড ২৯): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩০) ম্যানেজার ডিলার বুলিয়ন এক্সচেঞ্জ, স্কেল টু, (পোস্ট কোড ৩০): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিলিং রুম অপারেশনের সার্টিফায়েড প্রফেশনাল কোর্স করে থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩১) ম্যানেজার আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর – উইন্ডোজ, স্কেল টু, (পোস্ট কোড ৩১): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ উইন্ডোজের মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩২) ম্যানেজার আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর – লিনাক্স, স্কেল টু, (পোস্ট কোড ৩২): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ রেড হ্যাট সার্টিফায়েড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩৩) ম্যানেজার আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর – অরাকেল ডিবি, স্কেল টু, (পোস্ট কোড ৩৩): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ অরাকেল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফায়েড অ্যাসোসিয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩৪) সিনিয়র ম্যানেজার আইটি মিডলওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর – ওয়েবলজিক, স্কেল থ্রি, (পোস্ট কোড ৩৪): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ অরাকেল ওয়েবলজিক সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর সার্টিফায়েড অ্যাসোসিয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩৫) সিনিয়র ম্যানেজার আইটি ভার্চুয়ালাইজেশন স্পেশালিস্ট অ্যান্ড আর্কিটেক্ট, স্কেল থ্রি, (পোস্ট কোড ৩৫): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ ভিএমওয়্যার সার্টিফায়েড অ্যাডভান্স প্রফেশনাল ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন ডিজাইন বা রেড হ্যাট সার্টিফায়েড স্পেশালিস্ট ওফেনশিফট অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩৬) ম্যানেজার আইটি ভার্চুয়ালাইজেশন স্পেশালিস্ট, স্কেল টু, (পোস্ট কোড ৩৬): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ ভিএমওয়্যার সার্টিফায়েড অ্যাডভান্স প্রফেশনাল ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন ডিজাইন সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩৭) চিফ ম্যানেজার আইটি ইএসবি অ্যান্ড এপিআই ম্যানেজমেন্ট, স্কেল ফোর, (পোস্ট কোড ৩৭): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ আইবিএম সার্টিফায়েড সল্যুশন আর্কিটেক্ট- ক্লাউড পার্ক ফর ইন্টিগ্রেশন বা সমতুল কোনো সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৭৬,০১০ টাকা থেকে ৮৯,৮৯০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩৮) সিনিয়র ম্যানেজার আইটি এপিআই ডেভেলপার, স্কেল থ্রি, (পোস্ট কোড ৩৮): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ আইবিএম সার্টিফায়েড সল্যুশন ইমপ্লিমেন্ট – এপিআই কানেক্ট / রেড হ্যাট সার্টিফায়েড স্পেশালিস্ট ইন এপিআই ম্যানেজমেন্ট সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৩৯) সিনিয়র ম্যানেজার আইটি অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন স্পেশালিস্ট, স্কেল থ্রি, (পোস্ট কোড ৩৯): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ আইবিএম সার্টিফায়েড সল্যুশন ডেভেলপার – অ্যাপ এন্টারপ্রাইজ বা সমতুল্য কোনো সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪০) সিনিয়র ম্যানেজার আইটি ইউজার এক্সপেরিয়েন্স এক্সপোজার, স্কেল থ্রি, (পোস্ট কোড ৪০): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ ইউএক্স ডিজাইন সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪১) সিনিয়র ম্যানেজার আইটি ইউজার ইন্টারফেস ডেভেলপার, স্কেল থ্রি, (পোস্ট কোড ৪১): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ পেশাদারি স্তরের ইউআই ডেভেলপার সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪২) ম্যানেজার আইটি সফটওয়্যার ডেভেলপার – ডট নেট, ভিস্যুয়াল স্টুজিয়ো উইথ সিহ্যাজ, ভিবি ডট নেট, এইচটিএমএল৫, অ্যাজ্যাক্স, জাভাস্ক্রিপ্ঢ, স্কেল টু, (পোস্ট কোড ৪২): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ ডেভেলপিং এএসপি.নেট এমভিসি ওয়েব অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪৩) ম্যানেজার আইটি সফটওয়্যার ডেভেলপার – জাভা টেকনোলজি, স্কেল টু, (পোস্ট কোড ৪৩): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ অরাকেল জাভা সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪৪) সিনিয়র ম্যানেজার আইটি ডেভওপস ইঞ্জিনিয়ার, স্কেল থ্রি, (পোস্ট কোড ৪৪): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ সার্টিফায়েড ডেভওপস ইঞিজনিয়ার হতে হবে বা ডেভওপস সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪৫) সিনিয়র ম্যানেজার আইটি নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড স্যুইচিং স্পেশালিসট, স্কেল থ্রি, (পোস্ট কোড ৪৫): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ নিম্নলিখিত যেকোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — সিস্কো সিসিডিপি, সিস্কো সিসিডিই, সিস্কো সিসিএনপি ডেটা সেন্টার, সিস্কো সিসিআইই ডেটা সেন্টার, সিস্কো সিসিএনপি রাউটিং অ্যান্ড স্যুইচিং, সিস্কো সিসিআইই রাউটিং অ্যান্ড স্যুইচিং, সিস্কো সিসিএনপি সার্ভিস প্রোভাইডার, সিস্কো সিসিআইই সার্ভিস প্রোভাইডার৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪৬) সিনিয়র ম্যানেজার আইটি নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিসট, স্কেল থ্রি, (পোস্ট কোড ৪৬): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ সিস্কো সিসিএনপি সিকিউরিটি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪৭) সিনিয়র ম্যানেজার আইটি, আইটি সিকিউরিটি এক্সপার্ট, আইটি সিকিউরিটি ইনফ্রা অ্যাডমিনিস্ট্রেটর, স্কেল থ্রি, (পোস্ট কোড ৪৭): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ সিস্কো সিসিআইই বা সিআইএসএসপি / সিআইএসএম সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪৮) সিনিয়র ম্যানেজার আইটি, আইটি সিকিউরিটি এক্সপার্ট, কমপ্ল্যায়েন্স অ্যান্ড পলিসি ম্যানেজমেন্ট, স্কেল থ্রি, (পোস্ট কোড ৪৮): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ সিস্কো সিসিআইই বা সিআইএসএসপি / সিআইএসএম/ সিআইএসএ সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৪৯) সিনিয়র ম্যানেজার আইটি, ক্লাউড সল্যুশন আর্কিটেক্ট, স্কেল থ্রি, (পোস্ট কোড ৪৯): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — এডব্লুএস সার্টিফায়েড সল্যুশন আর্কিটেক্ট, গুগল সার্টিফায়েড প্রফেশনাল ক্লাউড আর্কিটেক্ট, আইবিএম ক্লাউড কম্পিউটিং সল্যুশন আর্কিটেক্ট / মাইক্রোসফট সার্টিফায়েড অ্যাজিউর সল্যুশন আর্কিটেক্ট এক্সপার্ট৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫০) ম্যানেজার আইটি, স্কেল টু, (পোস্ট কোড ৫০): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫১) ম্যানেজার আইটি, স্কেল টু, (পোস্ট কোড ৫১): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫২) ম্যানেজার আইটি, পিওর টেক / ইনোভেশন – ব্যাঙ্কিং, স্কেল টু, (পোস্ট কোড ৫২): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫৩) সিনিয়র ম্যানেজার আইটি, পিওর টেক / ইনোভেশন – ব্যাঙ্কিং, স্কেল থ্রি, (পোস্ট কোড ৫৩): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, স্কেল থ্রি, (পোস্ট কোড ৫৪): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫৫) ম্যানেজার আইটি, স্কেল টু, (পোস্ট কোড ৫৫): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫৬) ম্যানেজার আইটি, স্কেল টু, (পোস্ট কোড ৫৬): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫৭) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, স্কেল ওয়ান, (পোস্ট কোড ৫৭): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫৮) ম্যানেজার আইটি, স্কেল টু, (পোস্ট কোড ৫৮): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৫৯) ম্যানেজার আইটি, মার্চেন্ট অ্যাকিউরিং বিজনেস – ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল পিওএস, আইপিজি, স্কেল টু, (পোস্ট কোড ৫৯): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
(৬০) সিনিয়র ম্যানেজার আইটি, মার্চেন্ট অ্যাকিউরিং বিজনেস – ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল পিওএস, আইপিজি, স্কেল থ্রি, (পোস্ট কোড ৬০): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি ডিগ্রি পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘বি’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.indianbank.in ওয়েবসাইটের Careers পেজে ‘Recruitment of Specialist Officers 2022’ তে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীকে সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০-৫০ কেবি, ৪.৫ সেমি× ৩.৫ সেমি) ও সই (১০-২০ কেবি) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা) জমা দিতে হবে অনলাইনে ডেবিট / ক্রেডিট / ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও ই-রিসিট’এর ১কপি প্রিন্টিআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ২ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের পরীক্ষা হবে এই সমস্ত বিষয়ে – প্রফেশনাল নলেজ (৬০টি প্রশ্ণ, ৬০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২০টি প্রশ্ণ, ২০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি (২০টি প্রশ্ণ, ২০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷ লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদেরকে ইন্টারভিউতে (১০০ নম্বর) ডাকা হবে৷ পশ্চিমবঙ্গের দুটি পরীক্ষা কেন্দ্র হল – বৃহত্তর কলকাতা ও শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://www.indianbank.in/career/#!
Get details: Click Here
Online Registration: Click Here





