Advt. No. 2/2021 (R&P)
Oil and Natural Gas Corporation Ltd. (ONGC) is inviting online applications for recruitment to the post of Graduate Trainees (GTs) through GATE 2020.
Posts: AEE (Cementing) Mechanical, AEE (Cementing) Petroleum, AEE (Civil), AEE (Drilling) Mechanical, AEE (Electrical), AEE (Electronics), AEE (Instrumentation), AEE (Mechanical), AEE (Production) Mechanical, AEE (Production) Chemical, AEE (Production) Petroleum, AEE (Reservoir), Chemist, Geologist, Geophysicist (Surface), Geophysicist (Wells), Materials Management Officer, Programming Officer, Transport Officer, AEE (Industrial Engineering).
Total Vacancy: 313
AEE (Cementing) Mechanical: 6
AEE (Cementing) Petroleum: 1
AEE (Civil) : 18
AEE (Drilling) Mechanical : 28
AEE (Electrical): 39
AEE (Electronics): 5
AEE (Instrumentation) : 32
AEE (Mechanical) : 31
AEE (Production) Mechanical: 21
AEE (Production) Chemical: 16
AEE (Production) Petroleum : 12
AEE (Reservoir): 7
Chemist : 15
Geologist: 19
Geophysicist (Surface) : 24
Geophysicist (Wells) : 12
Materials Management Officer : 12
Programming Officer : 5
Transport Officer : 7
AEE (Industrial Engineering) : 3
Eligibility: Degree, Post Graduate (relevant engineering & other disciplines)
Age limit: AEE (Drilling/Cementing)- 28 years, Other posts- 30 years as on 31 July, 2020.
Application fee: Rs. 300 (No fee for SC/ST/PwBD)
Last date of online application: 12 October, 2021
………………………….
কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (এইই), কেমিস্ট, জিয়োলজিস্ট, জিয়োফিজিসিস্ট, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট অফিসার, প্রোগ্রামিং অফিসার, ট্রান্সপোর্ট অফিসার পদে ‘গেট ২০২০’ পরীক্ষায় সফল ৩১৩ জনকে গ্র্যাজুয়েট ট্রেনি পদে নিয়োগ করবে৷ বয়স : ৩১ জুলাই, ২০২০-এর হিসেবে এইই (ড্রিলিং/সিমেন্টিং) পদের জন্য ২৮ বছরের মধ্যে ও অন্যান্য পদের ক্ষেত্রে ৩০ বছরের মধ্যে হতে হবে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ/তঃউঃজাঃ/ প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা এইই (ড্রিলিং/সিমেন্টিং) পদের জন্য দরখাস্ত করতে পারবেন না৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) এইই (সিমেন্টিং)-মেকানিক্যাল : ৬০% নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷
(২) এইই (সিমেন্টিং)-পেট্রোলিয়াম : ৬০% নম্বরসহ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং (পিই)৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(৩) এইই (সিভিল) : ৬০% নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)৷ শূন্যপদ : ১৮ (জেনাঃ ১২, তঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৪) এইই (ড্রিলিং)-মেকানিক্যাল : ৬০% নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)৷ শূন্যপদ : ২৮ (জেনাঃ ১৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৭, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৫) এইই (ইলেকট্রিক্যাল) : ৬০% নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ ইলেকট্রিক্যাল সুপারভাইজারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)৷ শূন্যপদ : ৩৯ (জেনাঃ ২৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৬) এইই (ইলেকট্রনিক্স) : ৬০% নম্বরসহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / টেলিকম ইঞ্জিনিয়ারিং / ই অ্যান্ড টি ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে বা ৬০% নম্বরসহ ফিজিক্স (ইলেকট্রনিক্স-সহ) বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসি), ফিজিক্স (পিএইচ)৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷
(৭) এইই (ইনস্ট্রুমেন্টেশন) : ৬০% নম্বরসহ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড- ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (আইএন)৷ শূন্যপদ : ৩২ (জেনাঃ ১৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৫, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷
(৮) এইই (মেকানিক্যাল) : ৬% নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)৷ শূন্যপদ : ৩১ (জেনাঃ ১৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৪, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৯) এইই (প্রোডাকশন)-মেকানিক্যাল : ৬০% নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)৷ শূন্যপদ : ২১ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ১)৷
(১০) এইই (প্রোডাকশন)-কেমিক্যাল : ৬০% নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচ)৷ শূন্যপদ : ১৬ (জেনাঃ ১৩, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ২)৷
(১১) এইই (প্রোডাকশন)-পেট্রোলিয়াম : ৬০% নম্বরসহ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লায়েড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং (পিই)৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ১১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(১২) এইই (রিজার্ভর) : ৬০% নম্বরসহ জিয়োফিজিক্স /জিয়োলজিতেপোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, বি.এসসি স্তরে অবশ্যই ম্যাথমেটিক্স/ফিজিক্স পড়ে থাকতে হবে, গেট পরীক্ষার বিষয় ও কোড -জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (জিজি)৷ অথবা ৬০% নম্বরসহ কেমিস্ট্রি-তে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, বি.এসসি স্তরে অবশ্যই ম্যাথমেটিক্স/ফিজিক্স পড়ে থাকতে হবে, গেট পরীক্ষার বিষয় ও কোড -কেমিস্ট্রি (সিওয়াই)৷ অথবা ৬০% নম্বরসহ ম্যাথমেটিক্স-এ পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, বি.এসসি স্তরে অবশ্যই ম্যাথমেটিক্স / ফিজিক্স পড়ে থাকতে হবে, গেট পরীক্ষার বিষয় ও কোড-ম্যাথমেটিক্স (এমএ)৷ অথবা ৬০% নম্বরসহ ফিজিক্স-এ পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, বি.এসসি স্তরে অবশ্যই ম্যাথমেটিক্স/ফিজিক্স পড়ে থাকতে হবে গেট পরীক্ষার বিষয় ও কোড-ফিজিক্স (পিএইচ)৷ অথবা ৬০% নম্বরসহ পেট্রোলিয়াম টেকনোলজি-তে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, বি.এসসি স্তরে অবশ্যই ম্যাথমেটিক্স / ফিজিক্স পড়ে থাকতে হবে গেট পরীক্ষার বিষয় ও কোড -পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং (পিই)৷ অথবা ৬০% নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে গেট পরীক্ষার বিষয় ও কোড – কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচ)৷ অথবা ৬০% নম্বরসহ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লায়েড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড- পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং (পিই)৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(১৩) কেমিস্ট : ৬০% নম্বরসহ কেমিস্ট্রি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-কেমিস্ট্রি (সিওয়াই)৷ শূন্যপদ : ১৫ (জেনাঃ ৮, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(১৪) জিয়োলজিস্ট : ৬০% নম্বরসহ জিয়োলজি / পেট্রোলিয়াম জিয়োসায়েন্স / পেট্রোলিয়াম জিয়োলজি / জিয়োলজিক্যাল টেকনোলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড- জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (জিজি)৷ শূন্যপদ : ১৯ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(১৫) জিয়োফিজিসিস্ট (সারফেস) : ৬০% নম্বরসহ জিয়োফিজিক্স / জিয়োফিজিক্যাল টেকনোলজি / ফিজিক্স (ইলেকট্রনিক্স-সহ) বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (জিজি) / ফিজিক্স (পিএইচ)৷ শূন্যপদ : ২৪ (জেনাঃ ২০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(১৬) জিয়োফিজিসিস্ট (ওয়েলস) : ৬০% নম্বরসহ জিয়োফিজিক্স / জিয়োফিজিক্যাল টেকনোলজি / ফিজিক্স (ইলেকট্রনিক্স-সহ) বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (জিজি) / ফিজিক্স (পিএইচ)৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷
(১৭) মেটেরিয়াল ম্যানেজমেন্ট অফিসার : ৬০% নম্বরসহ যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই) / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (আইএন) / পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং (পিই) / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচ) / সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসি) / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএস) / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (পিআই)৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(১৮) প্রোগ্রামিং অফিসার : ৬০% নম্বরসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি-তে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হতে হবে বা এমসিএ পাশ বা কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স বিভাগের ‘বি’ লেভেল ডিপ্লোমা থাকতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএস)৷ শূন্যপদ : ৫ (জেনাঃ৪, ওবিসি ১)৷
(১৯) ট্রান্সপোর্ট অফিসার : ৬০% নম্বরসহ অটো ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)৷
(২০) এইই (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং) : ৬০% নম্বরসহ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (পিআই)৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.ongcindia.com ওয়েবসাইটে র মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি একটি সাদা কাগজে পেস্ট করে তার নীচে সই করে সেটি ৭০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত করার সময়ে গেট-২০২০-এর রেজিস্ট্রেশন আইডি ও অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে৷ সর্বাধিক ৩টি পদের জন্য আবেদন করা যাবে৷ অনলাইনে দরখাস্ত ফি ৩০০ টাকা (ব্যাঙ্ক চার্জ ও জিএসটি অতিরিক্ত) জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরসহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, গেট ২০২০ পরীক্ষার স্কোর, ইন্টারভিউ ও ডাক্তারী পরীক্ষার মাধ্যমে৷ নির্বাচিত প্রার্থীদের পোস্টিং ভারতের যে কোনো অঞ্চলে হতে পরে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.ongcindia.com
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/ongc-grad-trainee.pdf
Apply Online: https://recruitment.ongc.co.in/