Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

319 TRADE APPRENTICES IN VISAKHAPATNAM STEEL PLANT / বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৩১৯

Advt. No.: RINL/VSP/L&DC/Trade 2022(1)

Visakhapatnam Steel Plant is inviting applications for the following post.

Post:  Trade Apprentices

Total Vacancy:  319

Eligibility: ITI Pass with NCVT Certificate in concerned Trade.

Age-limit: Minimum 18 years and maximum 25 years as on 01.04.2022

Training Period: 1 year

Last Date of Online Application: 18/08/2022 till 6pm.

………………………

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীনস্থ বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩১৯ জন নিয়োগ করবে৷ অনলাইনে আবেদন করতে হবে ১৮ আগস্ট, ২০২২ সন্ধ্যে ৬ টা-র মধ্যে৷ যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে ও এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স:  ১ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷

ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ফিটার: ৮০ (জেনাঃ ৩৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১১, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর ৮)৷ (২) টার্নার: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৩) মেশিনিস্ট: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৪) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): ৪০ (জেনাঃ ১৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৬, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ (৫) মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (৬) ইলেকট্রিশিয়ান: ৬৫ (জেনাঃ ২৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৯, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ (৭) কার্পেন্টার: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (৮) মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৯) মেকানিক ডিজেল: ৩০ (জেনাঃ ১৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ (১০) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৩০ (জেনাঃ ১৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে ফিটার, টার্নার, মেশিনিস্ট, মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স, ইলেকট্রিশিয়ান, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাবেন এবং ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), কার্পেন্টার, মেকানিক ডিজেল, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৭,৭০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার আগে প্রার্থীকে https://apprenticeshipindia.org. ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে www.vizagsteel.com ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ২০০ টাকা (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) ও অতিরিক্ত ১৮% জিএসটি অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (১৫০টি প্রশ্ন, ১৫০ নম্বর) ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ বিশাখাপত্তনমে পরীক্ষা হবে ৪ সেপ্টেম্বর, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitewww.vizagsteel.com

Official NotificationClick Here

Apply OnlineClick Here

Share it :