Memo No. – 2296/DCM (W) / 2021
Applications are invited through online mode for the following post on contractual hiring basis for 6 months for the office of different blocks and municipalities and offices under Food & Supplies Department, PaschimMedinipur.
Post: Data Entry Operator.
Vacancy: 32.
Eligibility: Graduate with Certificate in Computer Appiication.
Age limit: 18 to 40 years (as on 01/10/2021).
Salary: Rs. 13,000/-.
Last Date of Online Application: 30 November, 2021
……………………………………………………………….
রাজ্য সরকারের খাদ্য ও বন্টন বিভাগ পশ্চিম মেদিনীপুর জেলায় ৬ মাসের চুক্তিতে ৩২ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে১৫ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ পিজিডিসিএ / বি.এসসি (কম্পিউটার সায়েন্স) / বিসিএ বা ডোয়েকের ৩ বছরের ‘এ’ লেভেল কোর্স করে থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ পশ্চিম মেদিনীপুর জেলার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১ অক্টোবর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ এককালীন বেতন : ১৩,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.paschimmedinipur.gov.in ওয়েবসাইটে৷ এরজন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউড করে নিজের কাছে রাখতে হবে, পরে এর প্রয়োজন হতে পারে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.paschimmedinipur.gov.in
Get Details: https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/scan0348.pdf