File no. 10/13/Advt/2024-
National Company Law Tribunal invites online applications from eligible candidates for the following posts.
Post: Stenographer, Private Secretary.
Total vacancy: 32. Stenographer: 18, Private Secretary: 14.
Eligibility: Graduate. Proficiency in Shorthand with a speed of 100w.p.m. in Shorthand (English).
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Application : 8th October, 2025 till 5 pm.
………………………………..
ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে ৩২
ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল ‘স্টেনোগ্রাফার’ ও ‘প্রাইভেট সেক্রেটারি’ পদে ৩২ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ অক্টোবর, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ৫০ মিনিটের মধ্যে ইংরেজি ভাষায় ট্রান্সস্ক্রিপ্ঢ করতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ এককালীন বেতন: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.nclt.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://nclt.gov.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)।