Army Public School, Kolkata invites applications for the following posts.
Post: TGT, PRT, Computer Lab Technician, Librarian.
Total vacancy: 32. TGT 13, PRT 17, Computer Lab Technician 1, Librarian 1.
Eligibility: post wise different.
Last Date of Submit Application: 10th March, 2022.
……………………………………………………………………………..
আর্মি পাবলিক স্কুল কলকাতা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান, লাইব্রেরিয়ান পদে ৩২ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১০ মার্চ, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার – হিন্দি: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ হিন্দি বিষয়ে গ্র্যাজুয়েট ও বি.এড পাশ হতে হবে ও আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি আয়োজিত সিএসবি স্কোর কার্ড থাকতে হবে৷ শূন্যপদ: ৪৷
(২) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার – ইংরেজি: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েট ও বি.এড পাশ হতে হবে ও আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি আয়োজিত সিএসবি স্কোর কার্ড থাকতে হবে৷ শূন্যপদ: ২৷
(৩) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার – ম্যাথ: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট ও বি.এড পাশ হতে হবে ও আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি আয়োজিত সিএসবি স্কোর কার্ড থাকতে হবে৷ শূন্যপদ: ২৷
(৪) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার – সায়েন্স: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট ও বি.এড পাশ হতে হবে ও আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি আয়োজিত সিএসবি স্কোর কার্ড থাকতে হবে৷ শূন্যপদ: ১৷
(৫) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার – সংসৃকত: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সংসৃকত বিষয়ে গ্র্যাজুয়েট ও বি.এড পাশ হতে হবে ও আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি আয়োজিত সিএসবি স্কোর কার্ড থাকতে হবে৷ শূন্যপদ: ১৷
(৬) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার – কাউন্সেলর: সাইকোলজিতে গ্র্যাজুয়েট ও কাউন্সেলিংয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে৷ ওয়েলনেস টিচার / কাউন্সেলর হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২৷
(৭) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার – কম্পিউটার: কম্পিউটার সায়েন্সে বি.টেক / বি.এসসি পাশ অথবা যে কোনো বিষয়ে বি.এসসি পাশ সঙ্গে কম্পিউটার সায়েন্সে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
(৮) প্রাইমারি টিচার – অল সাবজেক্ট: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ও বি.এড / ডিই.এড পাশ হতে হবে ও আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি আয়োজিত সিএসবি স্কোর কার্ড থাকতে হবে৷ শূন্যপদ: ১৪৷
(৯) প্রাইমারি টিচার – মিউজিক: সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ১৷
(১০) প্রাইমারি টিচার – আর্ট অ্যান্ড ক্রাফট: সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ১৷
(১১) প্রাইমারি টিচার – ফিজিক্যাল এডুকেশন: সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ১৷
(১২) কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার সায়েন্সে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ হার্ডওয়্যার পেরিফেরাল ও নেটওয়ার্কিং বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ শূন্যপদ: ১৷
(১২) লাইব্রেরিয়ান: বি (লিব). সায়েন্স পাশ বা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা চাই৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.apskolkata.co.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘Army Public School Kolkata, payable at Kolkata’-এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে — Army Public School Kolkata, Ballygunge Maidan Campus, Ballygunge Circular Road, Kolkata – 700019৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.apskolkata.co.in/
Get details: Click Here