Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

323 HEAD CONSTABLES AND ASSISTANT SUB INSPECTORS IN BSF / বর্ডার সিকিউরিটি ফোর্সে ৩২৩ হেড কনস্টেবল ও এএসআই

Advertisement Number steno/2022

Border Security Force invites applications for the following posts.

Post: Head Constable (Ministerial), Assistant Sub Inspector (Stenography).

Total vacancy: 323. Head Constable (Ministerial): 312, Assistant Sub Inspector (Stenography): 11.

Eligibility:  post wise different.

Age Limit 18 to 25 years (as on 05/08/2022).

Pay Scale:  post wise different.

Last Date of Online Application 6th September, 2022

 

……………………………………………….

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স ‘হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল)’ ও ‘অ্যাসিস্ট্যান্ট সাব – ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদে ৩২৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৬ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে ৬ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩১২ (জেনাঃ ১৫৪, তঃজাঃ ৩৮, তঃউঃজাঃ ১৪, ওবিসি ৬৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্টেনোগ্রাফি জানা আবশ্যক৷ শূন্যপদ: ১১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা ও অন্যান্য ভাতা৷ আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে৷  এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://rectt.bsf.gov.in/

Get Details:  Click Here

Share it :