Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) invites online applications from eligible candidates for the following posts.
Post: Trade Apprentice, Graduate Apprentice, Technician Apprentice.
Total Vacancy: 325. Trade Apprentice: 96, Graduate Apprentice: 114, Technician Apprentice: 115.
Eligibility: Class-XII, Diploma, Degree (post wise different).
Stipend: post-wise different.
Last Date of Online Application: 12th September, 2025 till 5pm
………………………………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩২৫ অ্যাপ্রেন্টিস
রাষ্ট্রায়ত্ত সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৩২৫ জন নিয়োগ করবে৷ বয়স: ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫টা-র মধ্যে৷
যোগ্যতা: গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
স্টাইপেন্ড: ট্রেড অ্যাপ্রেন্টিস পদের বেলায় প্রতি মাসে ৭,০০০ টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের বেলায় প্রতি মাসে ৮,০০০ টাকা, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের বেলায় প্রতি মাসে ৯,০০০ টাকা৷
আবেদন : দরখাস্ত করার পূর্বে আগ্রহী প্রার্থীদের প্রথমে https://apprenticeshipindia.gov.in (ট্রেড অ্যাপ্রেন্টিসদের বেলায়) বা https://nats.education.gov.in (অন্য যোগ্যতার অ্যাপ্রেন্টিসদের বেলায়) ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ নাম নথিভুক্ত করার পর প্রার্থীদের www.rcfltd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷
Official Website: https://rcfltd.com/hrrecruitment/recruitment-1
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩/ ৯ /২০২৫)।