Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in Kalyani & Tehatta sub-divisions of Nadia district.
Post: ASHA Workers
Total Vacancy: 33
Eligibility: Appeared in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.
Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates)
Last Date of Receipt of Application: Kalyani- 27th June, 2022, Tehatta- 16th June, 2022
……………………………….
নদীয়া জেলার কল্যাণী ও তেহট্ট মহকুমার অন্তর্গত একাধিক ব্লকে ৩৩ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ কল্যাণী মহকুমার বেলায় দরখাস্ত জমা করতে হবে ২৭ জুন, ২০২২ বিকেল ৪ টে-র মধ্যে এবং তেহট্ট মহকুমার বেলায় দরখাস্ত জমা করতে হবে ১৬ জুন, ২০২২ দুপুর ৩ টে-র মধ্যে
যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম সংসদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷ গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবেন৷ বয়স: কল্যাণী মহকুমার বেলায় ২৬ মে, ২০২২-এর হিসেবে ও তেহট্ট মহকুমার বেলায় ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷
মহকুমা ও ব্লক অনুযায়ী শূন্যপদ: (ক) কল্যাণী মহকুমা- (১) চাকদহ ব্লক – ৯, (২) হরিণঘাটা ব্লক- ৭, (৩) কল্যাণী ব্লক- ৮৷ (খ) তেহট্ট মহকুমা- (১) তেহট্ট-১ ব্লক- ৬, (২) করিমপু-১ ব্লক- ৩৷ তপশিলি সম্প্রদায় অধ্যুষিত গ্রামে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷
আবেদন করার পদ্ধতি: http://nadia.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী দরখাস্ত করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র EPIC) বা রেশন কার্ড, বিবাহিতা / বিধবা / বিবাহ বিচ্ছিনা হওয়ার উপযুক্ত নথিপত্র, জাতিগত প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি রঙিন পাসপোর্ট ছবি ও নিজের ঠিকানা লেখা একটি খাম (৫ টাকার পোস্টাল ষ্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি মূখবন্ধ খামে ভরে সরাসরি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বি.ডি.ও) অফিসে জমা দিতে হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: http://nadia.gov.in
Get Official Notifications: Click Here