Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

33 CLINICAL INSTRUCTORS IN AIIMS, RISHIKESH / এইমস হৃষিকেশে ৩৩ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর

Advt. No.: 2022/099

AIIMS, Rishikesh invites application for recruitment to the following post.

Post: Tutor / Clinical Instructor (Nursing)

Total Vacancy: 33 (UR: 15, SC: 5, ST: 2, OBC: 8, EWS: 3)

Eligibility: B.Sc. Nursing Degree or Registered Nurse and Midwife with Sister Tutors Diploma, 3 years’ experience.

Age limit: 50 years as on 15/10/2022

Pay scale: Rs. 15,600 – Rs. 39,100

Last Date of Online Application: 15/10/2022

………………………….

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, হৃষিকেশ টিউটর / ক্লিনিক্যাল  ইন্সট্রাক্টর (নার্সিং) পদে ৩৩ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: বিএসসি নার্সিং ডিগ্রি পাশ হতে হবে বা সিস্টার টিউটরস ডিপ্লোমা পাশ সহ রেজিস্টার্ড নার্স ও মিডওয়াইফ হতে হবে৷ কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ মাস্টার্স ইন নার্সিং পাশ হলে, রাজ্য নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড নার্স / মিডওয়াইফ হলে, শিক্ষা প্রতিষ্ঠানে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে ও পিএইচডি / এমফিল পাশ হলে ভালো হয়৷ বয়স: ১৫ অক্টোবর, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৩৩ (জেনা: ১৫, ত:জা: ৫, ত:উ:জা: ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতনক্রম: ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.aiimsrishikesh.edu.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট ছবি ও সই জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ২০০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ১০০০ টাকা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷  নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা / স্কিল টেস্ট / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website:  www.aiimsrishikesh.edu.in

Official Notification: Click Here

 

Share it :