Advt. No. IIT Mandi/Recruit./NTS/2022/03
IIT Mandi is inviting applications for the following posts.
Post: Junior Accountant & Junior Assistant
Total vacancy: Junior Accountant- 8 & Junior Assistant- 25.
Eligibility: Junior Accountant- B. Com (Min. 55% or above) from a recognized university with knowledge of computer applications and at least 1 year of relevant working experience on Accounting Software. OR M.Com (Min. 55% or above) with knowledge of Computer applications and acquaintance of working experience on Accounting Software. Junior Assistant- Bachelor’s Degree (Min. 55% marks) with knowledge of computer applications. With at least 1 year of relevant experience OR Master’s Degree (Min 55% marks) with knowledge of computer applications.
Age-limit: 30 years as on 28/10/2022
Pay-scale: Junior Accountant- Level-4, Junior Assistant- Level- 3.
Application Fee: For Un-reserved/EWS Candidates – Rs.500, For OBC Candidates – Rs.400, For SC/ST/Women/PwD/ESM Candidates – Rs.300.
Last Date of Online Application: 28/10/2022
………………………………….
আইআইটি মান্ডী জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩৩ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৮ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ অক্টোবর, ২০২২ বিকেল ৫টা-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (পোস্ট নং 01): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বিকম পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ এম.কম পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৮ (জেনা: ৬, ত:উ:জা: ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: লেভেল-৪৷
(২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং 02): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ এস্ট্যাব্লিশমেন্ট ম্যাটার / লিগ্যাল / পারচেজ অ্যান্ড ইম্পোর্ট / অ্যাকাউন্টস / অডিট / হসপিটালিটি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২৫ (জেনা: ১১, ত:জা: ৩, ত:উ:জা: ১, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতনক্রম: লেভেল-৩৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.iitmandi.ac.in ওয়েবসাইটে প্রদত্ত http://oas.iitmandi.ac.in/recruitment লিংকের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (ওবিসি প্রার্থীদের বেলায় ৪০০ টাকা এবং মহিলা, তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) এসবিআই কালেক্টের মাধ্যমে বা অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে জমা দিতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে-Name of the Bank : State Bank of India, Branch Address : SBI, IIT Kamand, Mandi, HP – 175075, Account No. : 31310230679, IFSC: SBIN0013711, MICR Code : 175002103 Type of Account: Saving Account৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা / স্কিল টেস্টের মাধ্যমে৷ নির্বাচিত প্রার্থীদের প্রবেশন পিরিয়ড হবে ২ বছরের৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.iitmandi.ac.in
Official Notification: https://iitmandi.ac.in/new/sites/default/files/2022-09/recruitment_JA_sept2022.pdf
Apply Online: http://oas.iitmandi.ac.in/recruitment