Advertisement No. NITS/Rect/NTR/2025/01
National Institute of Technology Sikim invites applications for the following posts.
Post: Registrar, Assistant Librarian, Technical Assistant / Junior Engineer, Superintendent, Senior Technician, Senior Assistant, Stenographer, Technician, Junior Assistant, Office Attendant / Lab Attendant .
Total vacancy: 33. Registrar: 1, Assistant Librarian: 1, Technical Assistant / Junior Engineer: 7, Superintendent: 1, Senior Technician: 2, Senior Assistant: 2, Stenographer: 2, Technician: 9, Junior Assistant: 3, Office Attendant / Lab Attendant: 5.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date for Submit Application: 10th March, 2025 till 5 pm.
…………………………………
এনআইটি সিকিমে ৩৩ অশিক্ষক কর্মী
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সিকিম রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / জুনিয়র ইঞ্জিনিয়ার,সুপারিনটেন্ডেন্ট, সিনিয়র টেকনিশিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ড্যান্ট / ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদে ৩৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে অনলাইনে ১০ মার্চ, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর নিম্নলিখিত কোনো ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশের পর নিম্নলিখিত কোনো ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা নিম্নলিখিত কোনো ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে – সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে৷ স্টেনোগ্রাফি জানা থাকলে ভালো হয়৷ অথবা অফিস অ্যাটেন্ড্যান্ট পদের বেলায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদের বেলায় বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চামধ্যমিক বা সমতুল পাশের পর নিম্নলিখিত কোনো ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশের পর নিম্নলিখিত কোনো ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা নিম্নলিখিত কোনো ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে নার্সিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে — সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, মেডিক্যাল নার্স৷ অথবা প্রথম শ্রেণির নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ বা ৫০ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা প্রথম শ্রেণির নম্বরসহ নিম্নলিখিত কোনো বিষয়ে বি.ই / বি.টেক পাশ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ বা এমসিএ বা বি.এসসি পাশ হতে হবে বা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ এম.এসসি ডিগ্রি পাশ হতে হবে — সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ নেট / স্লেট / সেট পরীক্ষায় পাশ বাধ্যতামূলক৷ লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে পিজি ডিপ্লোমা পাশ ও পিএইচ.ডি ডিগ্রি থাকলে ভালো হয়৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা প্রশাসনিক কাজে ১৫ বছরের অভিজ্ঞতা যার মধ্যে ৮ বছর ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ডেপুটেশনের ভিত্তিতে এই পদে নিয়োগ হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন)৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : দরখাস্ত করতে হবে https://nitsikkim.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ১০ মার্চ, ২০২৫ বিকেল ৫টার মধ্যে ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে – To The Registrar, National Institute of Technology Sikkim, Ravangla, District – Namchi, Sikkim, PIN – 737139 (India)৷
Official Website: https://nitsikkim.ac.in/institute/job_oppurtunities.php
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৯/২/২০২৫)।