Advt. No. BOB/HRM/REC/ADVT/2025/09
Bank of Baroda invites online applications for the following posts.
Post: Deputy Manager, AVP1, Assistant Manager.
Total vacancy: 330
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Last Date of Online Application: 19th August, 2025
………………………………………………………….
ব্যাঙ্ক অফ বরোদায় ৩৩০ অফিসার
ব্যাঙ্ক অফ বরোদা ডেপুটি ম্যানেজার, এভিপি ১, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৩৩০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ৫ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সিকিউরিটি / সাইবার সিকিউরিটি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ বা এম.ই / এম.টেক / এম.এসসি হতে হবে অথবা এমসিএ / পিজিডিসিএ পাশ হতে হবে৷ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বি.এসসি (আইটি), বিসিএ / এমসিএ বা বি.ই / বি.টেক পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ অথবা মার্কেটিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bankofbaroda.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ট্রানজাকশন চার্জ অতিরিক্ত৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.bankofbaroda.in/career/current-opportunities/recruitment-of-professionals-on-contractual-basis-in-various-departments-19-08
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬ /৮ /২০২৫)।