Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

3306 VACANT POSTS IN ALLAHABAD HIGH COURT

High Court of Allahabad invites applications for the following posts.

Post: Stenographer Grade-III, Junior Assistant, Paid apprentices, Drivers, Tube well Operator-cum-Electrician, Process Server, Orderly/ Peon/ Office Peon/ Farrash, Chowkidar/ Waterman/Sweeper/ Mali/Coolie/ Bhisti/ Liftman, Sweeper-cum-Farrash.

Total Vacancy: 3306.

Eligibility:  Class 6, Class 8, Class 10, Class 12, ITI, Graduate (Post-wise different)

Age:  Post-wise different

Salary:  Post-wise different

Application Fee: Rs. 800 – Rs. 950

Last Date of Online Application:  24/10/2024

হাইকোর্টে ৩৩০৬ কর্মী

এলাহাবাদ হাইকোর্ট টিউব ওয়েল অপারেটর-কাম-ইলেকট্রিশিয়ান, প্রসেস সার্ভার, আর্দার্লি / পিওন / অফিস পিওন / ফরাস, চৌকিদার / ওয়াটারম্যান / সুইপার / মালি / কুলি / ভিস্তি / লিফটম্যান, সুইপার কাম ফরাস, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, পেইড অ্যাপ্রেন্টিস, ড্রাইভার পদে ৩৩০৬ জন কর্মী নিয়োগ করবে। বয়স হতে হবে ১ জুলাই, ২০২৪ অনুযায়ী, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ অক্টোবর, ২০২৪-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) ক্যাটেগরি ‘ডি’: (১) টিউব ওয়েল অপারেটর-কাম-ইলেকট্রিশিয়ান: অষ্টম শ্রেণি পাশ হতে হবে ও ১ বছরের আইটিআই পাশ হতে হবে। (২) প্রসেস সার্ভার: মাধ্যমিক পাশ হতে হবে। (৩) আর্দার্লি / পিওন / অফিস পিওন / ফরাস: অষ্টম শ্রেণি পাশ হতে হবে। (৪) চৌকিদার / ওয়াটারম্যান / সুইপার / মালি / কুলি / ভিস্তি / লিফটম্যান: অষ্টম শ্রেণি পাশ হতে হবে। (৫) সুইপার কাম ফরাস: ষষ্ঠ শ্রেণি পাশ হতে হবে।মোট  শূন্যপদ: ১৬৩৯। বেতনক্রম: সুইপার কাম ফরাস পদের বেলায় প্রতি মাসে ৬,০০০ টাকা এবং অন্যান্য পদের বেলায় প্রতি মাসে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১৮০০ টাকা।

(খ) ক্যাটেগরি ‘সি’: (১) স্টেনোগ্রাফার গ্রেড-III: যে কোনো শাখায় গ্র্যাজুয়েশনের পরে স্টেনোগ্রাফি বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে, সঙ্গে ডোয়েক প্রদত্ত সিসিসি সার্টিফিকেট থাকা আবশ্যক এবং কম্পিউটারে প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ ও ৩০টি ইংরেজি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। শূন্যপদ: ৫৮৩। হিন্দি- ৫১৭, ইংরেজি- ৬৬। বেতনক্রম: প্রতি মাসে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷ গ্রেড পে ২৮০০ টাকা।

(২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ইন্টারমিডিয়েট পাশের পরে ডোয়েক প্রদত্ত সিসিসি সার্টিফিকেট থাকা আবশ্যক এবং কম্পিউটারে প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ ও ৩০টি ইংরেজি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। শূন্যপদ: ৯৩২। বেতনক্রম: প্রতি মাসে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷ গ্রেড পে ২০০০ টাকা।

(৩) পেইড অ্যাপ্রেন্টিস: ইন্টারমিডিয়েট পাশের পরে ডোয়েক প্রদত্ত সিসিসি সার্টিফিকেট থাকা আবশ্যক এবং কম্পিউটারে প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ ও ৩০টি ইংরেজি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। শূন্যপদ: ১২২। বেতনক্রম: প্রতি মাসে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷ গ্রেড পে ১৯০০ টাকা।

(৪) ড্রাইভার: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে চার চাকার মোটরযান চালনার  কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। শূন্যপদ: ৩০। বেতনক্রম: প্রতি মাসে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷ গ্রেড পে ১৯০০ টাকা।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.allahabadhighcourt.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি স্টেনোগ্রাফার পদের বেলায় ৯৫০ টাকা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, পেইড অ্যাপ্রেন্টিস, ড্রাইভার পদের বেলায় ৮৫০ টাকা, অন্যান্য পদের বেলায় ৮০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টাইপিং টেস্ট, ড্রাইভিং টেস্ট, স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যমে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.allahabadhighcourt.in

Official Notification: Click Here

Share it :