Notification No. 01/2024 (Act Apprentice)
Railway Recruitment Cell, West-Central Railway is inviting applications for the following host.
Posts: Trade Apprentice
Total Vacancy: 3317
Eligibility: 10th/12th class pass with National Trade Certificate in relevant trades.
Age limit: 15 to 24 years as on 5/8/2024
Stipend: As per rules
Application fee: Rs. 141 (Rs. 41 for SC/ST/PwBD/Women candidates)
Last date of online application: 4/9/2024
পশ্চিম-মধ্য রেলে ৩৩১৭ অ্যাপ্রেন্টিস
ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ৬টি ইউনিট / ওয়ার্কশপে ফিটার, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ব্ল্যাকস্মিথ (ফাউন্ড্রিম্যান), কার্পেন্টার, ম্যাসন (বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকটর), ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), ইলেকট্রনিকস মেকানিক, পেন্টার (জেনারেল), প্লাম্বার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্যান্স, পাম্প অপারেটর কাম মেকানিক, ড্রাফটসম্যান, ফ্লোরিস্ট অ্যান্ড ল্যান্ডস্কেপিং, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, ডিজেল মেকানিক, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, মেশিনিস্ট, হাউজ কিপার, স্টেনোগ্রাফার, ওয়্যারম্যান, টার্নার, কেবল জয়েন্টার, মেকানিক, রিশেপসনিস্ট / হোটেল ক্লার্ক / ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, হেলথ স্যানিটারি ইনস্পেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েবপেজ ডিজাইনার, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল ফটোগ্রাফার, মেটিরিয়াল হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট মেকানিক কাম অপারেটর, এসি মেকানিক, অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন, মেকানিক-কাম-অপারেটর ইলেকট্রনিকস কমিউনিকেশন সিস্টেম, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেইন্টেন্যান্স মেকানিক, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডে ৩৩১৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ সেপ্টেম্বর, ২০২৪-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ তবে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডে আবেদনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷
বয়স: ৫ আগস্ট, ২০২৪ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷
শূন্যপদ: ৩৩১৭।
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wcr.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০ টাকা ও প্রসেসিং চার্জ ৪১ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো দরখাস্ত ফি লাগবে না, শুধু প্রসেসিং চার্জ ৪১ টাকা দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.wcr.indianrailways.gov.in
Official Notification: https://wcr.indianrailways.gov.in/uploads/files/1722857192604-Act%20App%202024_25%20Notification%20Eng.pdf
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৪/৮/২০২৪)।