Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

333 EXECUTIVES AND NON EXECUTIVES REQUIRED IN SAIL / রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে ৩৩৩

Advt. No: 01/2022

Rourkela Steel Plant (RSP), a unit of Steel Authority of India Limited (SAIL) – a Maharatna Public Sector Enterprise and the leading steel-making company in India, invites applications from eligible candidates for the following posts.

Post: Asst. Manager (Safety), Operator-cum Technician (Boiler Operator), Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator (Trainee), Fireman-cum-Fire Engine Driver(Trainee), Attendant-cum Technician (Trainee) (HMV), Operator-cum-Technician (Trainee), Attendant-cum-Technician (Trainee).

Total vacancy: 333.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Salary: post wise different.

Last Date of Online Application : 30th September, 2022.

…………………………..

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সহযোগী সংস্থা রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেটর কাম টেকনিশিয়ান, মাইনিং ফোরম্যান, সার্ভেয়র, মাইনিং মেট, ফায়ার অপারেটর (ট্রেনি), ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান – এইচএমভি (ট্রেনি), অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি) পদে ৩৩৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা :  (ক) ননএক্সিকিউটিভ ক্যাডার: (১) অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার অপারেটর) : সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ (তপশিলি সম্প্রদায় / শারীরিক প্রতিবন্ধী / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ) নম্বরসহ মাধ্যমিক পাশের পর ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে সঙ্গে প্রথম শ্রেণির বয়লার অ্যাটেন্ড্যান্টের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৯ (জেনাঃ ১৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৮, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম : ২৬,০০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷

(২) মাইনিং ফোরম্যান : সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ (তপশিলি সম্প্রদায় / শারীরিক প্রতিবন্ধী / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ) নম্বরসহ মাধ্যমিক পাশের পর মাইনিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে মাইন ফোরম্যানের বৈধ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৪ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৫, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম : ২৬,০০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷

(৩) সার্ভেয়র: সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ (তপশিলি সম্প্রদায় / শারীরিক প্রতিবন্ধী / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ) নম্বরসহ মাধ্যমিক পাশের পর মাইনিং / মাইনিং অ্যান্ড মাইনস সার্ভে বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে মাইন সার্ভেয়রের বৈধ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ২৬,০০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷

(৪) মাইনিং মেট: সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে মাইন মেটের বৈধ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৫ (জেনাঃ ২৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ১২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম : ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷

(৫) ফায়ার অপারেটর (ট্রেনি): সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় কমপক্ষে ৫০ শাতংশ (তপশিলি সম্প্রদায় / শারীরিক প্রতিবন্ধী / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ) নম্বরসহ গ্র্যাজুয়েট হতে হবে অথবা ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংপাশ হতে হবে৷ নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসাক কোর্স পাশ বা ইনস্টিটিউট অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স থেকে গ্র্যাজুয়েটশিপের পরীক্ষা পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৫ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৫, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১৬,১০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ১৮,৩০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(৬) ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি): মাধ্যমিক পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ১ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৬ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(৭) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান – এইচএমভি (ট্রেনি): মাধ্যমিক পাশ হতে হবে৷ ট্রান্সপোর্ট লাইসেন্স / ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ১ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ হেভি আর্থ মুভিং মেশিনারির কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩০ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৬, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(৮) অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / বিভাগীয় কর্মীদের বেলায় ৪০ শতাংশ) মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : মেকানিক্যাল – ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মেটালার্জি – ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইলেকট্রিক্যাল – ৪০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৮, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ সিভিল – ৫ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন – ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১৬,১০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ১৮,৩০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(৯) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি): মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ফিটার – ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইলেকট্রিশিয়ান – ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মেশিনিস্ট – ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(খ) এক্সিকিউটিভ ক্যাডার: (১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি) : সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬৫ শতাংশ (তঃজাঃ / বিভাগীয় প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) ৩০ সেপ্ঢেম্বর নম্বরসহ বি.ই / বি.টেক পাশের পর কোনো কারখানায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ে পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ওড়িয়া ভাষা জানতে হবে৷ বয়স : ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম : ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷ ১ বছরের সার্ভিসের পরেE1 গ্রেডে বেতনক্রম হবে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

শারীরিক মাপজোক : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, ওজন ৪৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭২ সেমি ও ফুলিয়ে ৭৫ সেমি এবং মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৪৩ সেমি, ওজন ৩৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৭৯ সেমি৷ অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার অপারেটর), মাইনিং ফোরম্যান, সার্ভেয়র, অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি) পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, ওজন ৪৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৭৯ সেমি এবং মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৪৩ সেমি, ওজন ৩৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭০ সেমি ও ফুলিয়ে ৭৩ সেমি৷ ফায়ার অপারেটর (ট্রেনি), ফায়ারম্যানে কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান – এইচএমভি (ট্রেনি) পদের ক্ষেত্রে ছেলেদের  উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৭ সেমি, ওজন ৫০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.sail.co.in বা www.sailcareers.com ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্তের জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি  ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি পদের বেলায় ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২০০ টাকা), অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার অপারেটর), মাইনিং ফোরম্যান, সার্ভেয়র, ফায়ার অপারেটর (ট্রেনি), অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি) পদের বেলায় ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১৫০ টাকা), মাইনিং মেট, অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি), ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেনি), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান – এইচএমভি (ট্রেনি) পদের বেলায় ৩০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ রেজিস্ট্রেশন ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট / ট্রেড টেস্ট / শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষা কেন্দ্রগুলি হল – কলকাতা, রৌরকেল্লা, ভুবনেশ্বর, কটক, বিশাখাপত্তনম, রাঁচি, রায়পুর৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==

Get details: Click Here

 

 

Share it :