Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

3366 TRADE APPRENTICES IN EASTERN RAILWAY / পূর্ব রেলে ৩৩৬৬ অ্যাপ্রেন্টিস

Notice No. RRC-ER/Act Apprentices/2020-21

Railway Recruitment Cell, Eastern Railway is inviting applications for recruitment to 3366 posts of Trade Apprentices.

Posts: Fitter, Mechanic (Motor Vehicle), Welder, Mechanic (Diesel), Carpenter, Painter, Lineman (General), Wireman, Refrigerator & AC Mechanic, Electrician, Mechanic Machine Tool Maintenance, Welder (C&W), Welder (Engineering), Turner, Welder (G&E), Machinist, Painter (General), Refrigeration & Air-conditioning.

Total Vacancy:  3366

Sealdah Division – 1123

Howrah Division – 659

Asansol Division – 412

Malda Division – 100

Kanchanpara Divison – 190

Liluah Division – 204

Jamalpur Division – 678

Eligibility: The candidate must have passed 10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks, in aggregate, from a government recognized Board and also should possess the National Trade Certificate in the notified trade issued by NCVT/SCVT. However for the posts of Welder (G&E), Lineman, Wireman, Carpenter, Painter (General), the minimum educational qualification is 8th class pass from recognized School and the National Trade Certificate in the notified trade issued by NCVT/SCVT.

Age limit: 15 to 24 years as on 3rd November, 2021

Stipend: As per rules

Application fee: Rs. 100 (SC/ST/PwBD/Women candidates are exempted)

Last date of online application: 3rd November, 2021 (Till 6 pm)

………………………….

ইস্টার্ন রেলওয়ের ৭টি ডিভিশন / ওয়ার্কশপে ফিটার, ওয়েল্ডার, মেকানিক (মোটর ভেহিকেল), মেকানিক (ডিজেল), কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান (জেনারেল), ওয়্যারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স,    ওয়েল্ডার সি অ্যান্ড ডব্লুউ, ওয়েল্ডার (ইঞ্জিনিয়ারিং), টার্নার, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল), রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ট্রেডে  ৩৩৬৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে৷ বয়স হতে হবে ৩ নভেম্বর, ২০২১-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ নির্বাচিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাবেন৷ দরখাস্ত করতে হবে ৪ অক্টোবর, ২০২১ সকাল ১০টা থেকে থেকে ৩ নভেম্বর, ২০২১ সন্ধ্যে ৬টার মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), লাইনম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল) ট্রেডের ক্ষেত্রে অষ্টম পাশ ও এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলেও আবেদনের যোগ্য৷

ডিভিশন / ওয়ার্কশপ অনুযায়ী শূন্যপদের বিন্যাস: (ক) হাওড়া ডিভিশন: মোট শূন্যপদ ৬৫৯৷ (১) ফিটার: ২৮১ (জেনাঃ ১০০, তঃজাঃ ৪৪, তঃউঃজাঃ ২৫, ওবিসি ৭৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩৪)৷ (২) ওয়েল্ডার: ৬১ (জেনাঃ ২৭, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ (৩) মেকানিক (মোটর ভেহিকেল): ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৪) মেকানিক (ডিজেল): ১৭ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৫) মেকানিক (মোটর ভেহিকেল): ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৬) কার্পেন্টার: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৭) পেইন্টার: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৮) লাইনম্যান (জেনারেল): ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৯) ওয়্যারম্যান: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (১০) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১৭ (জেনাঃ ১১, তঃজাঃ ২, ওবিসি ৪)৷ (১১) ইলেকট্রিশিয়ান: ২২০ (জেনাঃ ৮১, তঃজাঃ ৩৪, তঃউঃজাঃ ১৯, ওবিসি ৬১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৫)৷ (১২)       মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২০টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৬টি পদ সংরক্ষিত আছে৷

(খ) শিয়ালদহ ডিভিশন: মোট শূন্যপদ ১১২৩৷ (১) ফিটার / ইলেকট্রিশিয়ান : ৪৩০ (জেনাঃ ১৭৫, তঃজাঃ ৬৪, তঃউঃজাঃ ৩২, ওবিসি ১১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪৩)৷ (২) ওয়্যারম্যান: ৮৯ (জেনাঃ ৩৬, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৯)৷ (৩) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৩৯৫ (জেনাঃ ১৬০, তঃজাঃ ৫৯, তঃউঃজাঃ ৩০, ওবিসি ১০৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩৯)৷ (৪) লাইনম্যান: ৪০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ (৫) ওয়েল্ডার সি অ্যান্ড ডব্লুউ : ৩১ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ (৬) ফিটার / মেকানিক (সি অ্যান্ড ডব্লুড) : ১০৮ (জেনাঃ ৪৫, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি ২৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ (৭) ওয়েল্ডার (ইঞ্জিনিয়ারিং) : ৩০ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪৫টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৩টি পদ সংরক্ষিত আছে৷

(গ) আসানসোল ডিভিশন: মোট শূন্যপদ ৪১২৷ (১) ফিটার: ১৫১ (জেনাঃ ৬১, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৫)৷ (২) টার্নার: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৩) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৯৬ (জেনাঃ ৩৯, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ (৪) ইলেকট্রিশিয়ান: ১১০ (জেনাঃ ৪৪, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৮, ওবিসি ৩০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১)৷ (৫)  মেকানিক (ডিজেল): ৪১ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১২টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৭টি পদ সংরক্ষিত আছে৷

(ঘ) মালদা ডিভিশন: মোট শূন্যপদ ১০০৷ (১) ইলেকট্রিশিয়ান: ৪০ (জেনাঃ ১৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ (২) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷  (৩) ফিটার: ৪৭ (জেনাঃ ১৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ (৪) ওয়েল্ডার: ৩ (জেনাঃ ২,  ওবিসি ১)৷ (৫) পেইন্টার: ২ (অসংরক্ষিত)৷ (৬) কার্পেন্টার: ২ (অসংরক্ষিত)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত আছে৷

(ঙ) কাঁচরাপাড়া ওয়ার্কশপ : মোট শূন্যপদ ১৯০৷ (১) ফিটার: ৬১ (জেনাঃ ২৫, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ (২) ওয়েল্ডার: ৩৬ (জেনাঃ ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ (৩) ইলেকট্রিশিয়ান: ৬৭ (জেনাঃ ২৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ (৪) মেশিনিস্ট: ৬ (জেনাঃ ৪, ওবিসি ২)৷ (৫) ওয়্যারম্যান: ৩ (অসংরক্ষিত)৷ (৬) কার্পেন্টার: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৭) পেইন্টার: ৯ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৬টি পদ সংরক্ষিত আছে৷

(চ) লিলুয়া ওয়ার্কশপ: মোট শূন্যপদ ২০৪৷ (১) ফিটার: ৮০ (জেনাঃ ৩২, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ (২) মেশিনিস্ট: ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৩) টার্নার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৪) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৬৮ (জেনাঃ ২৮, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ (৫) পেইন্টার জেনারেল: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৬) ইলেকট্রিশিয়ান: ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৭)  (৫) ওয়্যারম্যান: ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৮) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৬টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৮টি পদ সংরক্ষিত আছে৷

(ছ) জামালপুর ওয়ার্কশপ: মোট শূন্যপদ ৬৭৮৷ (১) ফিটার: ২৫৪ (জেনাঃ ১০৩, তঃজাঃ ৩৮, তঃউঃজাঃ ১৯, ওবিসি ৬৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৫)৷ (২) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ২২০ (জেনাঃ ৮৯, তঃজাঃ ৩৩, তঃউঃজাঃ ১৭, ওবিসি ৫৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২২)৷ (৩) মেশিনিস্ট: ৪৮ (জেনাঃ ১৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ (৪) টার্নার: ৪৮ (জেনাঃ ১৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ (৫) ইলেকট্রিশিয়ান: ৪৩ (জেনাঃ ১৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ (৬) ডিজেল মেকানিক: ৬৫ (জেনাঃ ২৫, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২০টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৭টি পদ সংরক্ষিত আছে৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.rrcer.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে এবং অষ্টম শ্রেণি ও মাধ্যমিকের মার্কশিট, আইটিআই সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে) পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা  (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না) অনলাইনে জমা দিতে হবে ডেবিট / ক্রেডিট কার্ড / ইন্টারন্টে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.rrcer.com

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/EASTERN-RAILWAY-APPRENTICE.pdf

Apply Online: https://apprentice.rrcrecruit.co.in/rrceraprt21/rrbreg_er.aspx

Share it :