Naval Dockyard, Mumbai invites applications for the following post.
Post: Trade Apprentice
Total Vacancy: 338
Eligibility: Class- VIII, 10th, ITI in relevant trades
Age Limit: Born between 01 Aug 2001 to 31 Oct 2008.
Training Period: 1 year or 2 year in relevant trades
Stipend: During the first year of training- Rs 7000/- Per month for ITI passed & Rs 6000/- for fresher. During the second year of training- With 10% increase.
Last Date of Online Application: 8th July, 2022
……………………………………….
ন্যাভাল ডকইয়ার্ড, মুম্বই-তে ইলেকট্রিশিয়ান, ইলেক্ট্রোপ্লেটার, মেরিন ইঞ্জিন ফিটার, ফাউন্ড্রিম্যান, প্যাটার্ন মেকার, মেকানিক ডিজেল, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স, পেইন্টার (জেনারেল), শিট মেটাল ওয়ার্কার, ইলেকট্রনিক্স মেকানিক, পাইপ ফিটার, মেকানিক রেফ অ্যান্ড এসি, টেলর (জেনারেল), ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), শিপরাইট উড, ফিটার, ম্যাসন বিল্ডিং কনস্ট্রাকটর, আই অ্যান্ড সিটিএসএম, শিপরাইট স্টিল, রিগার, ফর্জার অ্যান্ড হিট ট্রিটার ট্রেডে ৩৩৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ জুলাই, ২০২২ রাত ১১টা ৫০-এর মধ্যে৷
যোগ্যতা: রিগার ট্রেডের প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদনের যোগ্য৷ ফর্জার অ্যান্ড হিট ট্রিটার ট্রেডে আবেদনের জন্য কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে৷ অন্যান্য ট্রেডে আবেদনের জন্য কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে মোট ৬৫ শতাংশ নম্বর সহ আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০০১ থেকে ৩১ অক্টোবর, ২০০৮-এর মধ্যে জন্মতারিখ হতে হবে৷ শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৫০ সেমি ও ওজন কমপক্ষে ৪৫ কেজি হতে হবে৷ বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি প্রসারিত করার সক্ষমতা থাকতে হবে৷ দৃষ্টিশক্তি ৬/৬ থেকে ৬/৯-এর মধ্যে (চশমা সহ ৬/৯) থাকতে হবে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রিশিয়ান: ৪৯ (জেনাঃ ২৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৪, ওবিসি ৯, শারীরিক প্রতিবন্ধী ১, আর্মড ১)৷ (২) মেরিন ইঞ্জিন ফিটার: ৩৬ (জেনাঃ ২১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৩, ওবিসি ৭, শারীরিক প্রতিবন্ধী ১, আর্মড ১)৷ (৩) মেকানিক ডিজেল: ৩৯ (জেনাঃ ২৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৭, শারীরিক প্রতিবন্ধী ১, আর্মড ১)৷ (৪) ইলেকট্রনিক্স মেকানিক: ২৮ (জেনাঃ ১৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, শারীরিক প্রতিবন্ধী ১, আর্মড ১)৷ (৫) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): ২৩ (জেনাঃ ১৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, শারীরিক প্রতিবন্ধী ১, আর্মড ১)৷ (৬) পাইপ ফিটার: ২২ (জেনাঃ ১৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, শারীরিক প্রতিবন্ধী ১, আর্মড ১)৷ (৭) শিপরাইট উড: ২১ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, শারীরিক প্রতিবন্ধী ১, আর্মড ১)৷ (৮) মেশিনিস্ট: ১৫ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (৯) মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স: ১৫ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (১০) শিপরাইট স্টিল: ২০ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৪)৷ (১১) রিগার: ১৪ (জেনাঃ ৯, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (১২) পেইন্টার (জেনারেল): ১১ (জেনাঃ ৭, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ (১৩) ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ (১৪) মেকানিক রেফ অ্যান্ড এসি: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ (১৫) টেলর (জেনারেল): ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্মড ১)৷ (১৬) শিট মেটাল ওয়ার্কার: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ (১৭) ফিটার: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (১৮) ম্যাসন বিল্ডিং কনস্ট্রাকটর : ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ (১৯) আই অ্যান্ড সিটিএসএম: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ (২০) ফাউন্ড্রিম্যান: ২ (অসংরক্ষিত)৷ (২১) প্যাটার্ন মেকার: ২ (অসংরক্ষিত)৷ (২২) ইলেক্ট্রোপ্লেটার: ১ (অসংরক্ষিত)৷ (২৩) ফর্জার অ্যান্ড হিট ট্রিটার: ১ (অসংরক্ষিত)৷
ট্রেনিং পিরিয়ড: শিপরাইট স্টিল, রিগার, ফর্জার অ্যান্ড হিট ট্রিটার ট্রেডে ২ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ও অন্যান্য ট্রেডে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রদান করা হবে৷
স্টাইপেন্ড: প্রথম বছরে আইটিআই পাশ প্রার্থীরা প্রতি মাসে ৭০০০ টাকা ও অষ্টম/মাধ্যমিক পাশ প্রার্থীরা প্রতি মাসে ৬০০০ টাকা স্টাইপেন্ড পাবে৷ দ্বিতীয় বছরে স্টাইপেন্ড ১০ শতাংশ বৃদ্ধি পাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://dasapprenticembi.recttindia.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৩.৫ সেমি×৪.৫ সেমি মাপের ছবি (২০০ কেবি সাইজের মধ্যে), সরকার প্রদত্ত সচিত্র পরিচয়পত্র (২০০ কেবি সাইজের মধ্যে) ও আধার কার্ড (২০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি/ জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট, জন্মতারিখের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে ২০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করার পর তা সাবমিট করে এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা (আগস্ট, ২০২২), ইন্টারভিউ/ স্কিল টেস্ট (সেপ্ঢেম্বর, ২০২২) ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং শুরু হবে নভেম্বর, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://dasapprenticembi.recttindia.in
Official Notification: Click Here