Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

339 OFFICERS RECRUITED THORUGH COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2022 / তিন বাহিনীতে৩৩৯ অফিসার নিয়োগ

Examination Notice No. 11/2022.CDS-II

Union Public Service Commission invites online applications for combined defence services examination.

Post: The selected candidate will be recruited as an officer in Army, Navy and Airforce.

Total vacancy: 339.

Eligibility: Graduate.

Age limit: post wise different.

Salary:  56,100/- to 1,77,500/-.

Last Date of Online Application: 7th June, 2022 upto 6 pm.

……………………………………………

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড  ডিফেন্স সার্ভিস(II),২০২২ পরীক্ষার মাধ্যমে ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী’তে ট্রেনিং দিয়ে ‘অফিসার’ পদে  ৩৩৯ জন অবিবাহিত ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ জুন, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷

যোগ্যতা অনুযায়ী পদ:(১) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট৷ মোট শূন্যপদ ১০০৷ এর মধ্যে এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারী (আর্মি উইং) প্রার্থীদের জন্য ১৩ টি পদ সংরক্ষিত৷ বয়স : যাদের জন্ম তারিখ ২ জুলাই, ১৯৯৯ থেকে ১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে, সেই সব অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারবেন৷  শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি (উত্তর-পূর্ব রাজ্যগুলির বাসিন্দা, গাড়োয়ালি, কুমায়ুন প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেমি)৷ ১৮ মাসের ‘জেন্টেলম্যান ক্যাডেট’ ট্রেনিং সফল হলে ‘লেফটেন্যান্ট’ পদে নিয়োগ করা হবে৷ এরপর ধাপে ধাপে ‘কমান্ডার’ পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে৷ ট্রেনিং ফি ৩,৭৫০ টাকা৷ কোনো প্রার্থী ফি দিতে অক্ষম হলে, তখন সরকার ওই খরচ বহন করবে৷ ১৫৫ তম (ডিই) কোর্সের ট্রেনিং শুরু হবে ২০২৩ সালের জুলাই মাসে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে৷

(২) অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (এসএসসি পুরুষ ও মহিলা নন-টেকনিক্যাল), চেন্নাই : মোট শূন্যপদ ১৮৫ (পুরুষ ১৬৯ ও মহিলা ১৬)৷ বয়স হতে হবে ২ জুলাই, ১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন৷ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট৷ শারীরিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেমি (উত্তর-পূর্ব রাজ্যগুলির বাসিন্দা, গাড়োয়ালি, কুমায়ুন প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতায় ৫ সেমি ছাড় পাওয়া যাবে)৷ ৪৯ সপ্তাহের ‘জেন্টেলম্যান / লেডি ক্যাডেট’ ট্রেনিং সফল হলে ‘লেফটেন্যান্ট’ পদে ৬ মাসের প্রবেশনে থাকার পর ধাপে ধাপে পদোন্নতি হবে৷ ১১৮তম এসএসসি পুরুষ ও ৩২তম এসএসসি মহিলা কোর্সের ট্রেনিং শুরু হবে ২০২৩ সালের অক্টোবর মাসে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে৷

(৩) ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এঝিমালা: মোট শূন্যপদ ২২৷ এর মধ্যে এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারী (ন্যাভাল উইং) ছেলেদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৯ থেকে ১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি পাশ হতে হবে৷ শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি ও মানানসই ওজন থাকতে হবে৷ ৫ মাসের এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্যাডেট হিসেবে ট্রেনিং, এরপর ‘ক্যাডেট’ হিসেবে আবার আড়াই বছরের ট্রেনিং, সফল হলে নৌবাহিনীর জাহাজে ৬ মাস চাকরি করতে হবে৷ সফল হলে সাব-লেফটেন্যান্ট পদে চাকরি৷ ট্রেনিং ফি ৩৫,০০০ টাকা৷ এক্সিকিউটিভ ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস) / হাইড্রো কোর্সের ট্রেনিং শুরু ২০২৩ সালের জুলাই মাসে এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে৷

(৪) এয়ার ফোর্স অ্যাকাডেমি, হায়দরাবাদ (প্রি-ফ্লাইং):  শূন্যপদ ৩২৷ এর মধ্যে এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারী (এয়ার উইং) ছেলেদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৯ থেকে ১ জুলাই, ২০০৩ তারিখের মধ্যে (অর্থাৎ বয়স  হতে হবে ১ জুলাই, ২০২৩-এর হিসেবে ২০ বছর থেকে ২৪ বছর)৷ যে সব ছেলেদের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জুলাই, ২০০৩ (২০ বছর থেকে ২৬ বছর)৷ ২৫ বছরের কম বয়সি আবেদনকারীদের অবশ্যই অবিবাহিত হতে হবে৷ শিক্ষাগত যোগ্যতা: ম্যাথমেটিক্স ও ফিজিক্স নিয়ে উচ্চমাধ্যমিক অথবা সমতুল পাশের পর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি পাশ ছেলেরা আবেদন করতে পারবেন৷ শারীরিক মাপজোক : উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সেমি সঙ্গে মানানসই ওজন থাকতে হবে৷ পায়ের মাপ হতে হবে ৯৯ সেমি থেকে ১২০ সেমি৷ থাইয়ের মাপ ৬৪ সেমির মধ্যে৷ বসে উচ্চতা হতে হবে ৮১.৫ সেমি থেকে ৯৬ সেমি৷ ট্রেনিং ফি ২,৩৪০ টাকা৷ ট্রেনিং শুরু হবে(214F[P]) ২০২৩ সালের জুলাই মাসে হায়দরাবাদের এয়ার ফোর্স অ্যাকাডেমিতে৷ সব পদের বেলায় চলতি বছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদন করার যোগ্য৷

বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ ট্রেনিং-এর সময় স্টাইপেন্ড পাওয়া যাবে মাসে ৫৬,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে www.upsconline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই  জেপিজি/জেপিইজি ফরম্যাটে  ২০ কেবি থেকে ৩০০ কেবি ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০  টাকা (তপশিলি সম্প্রদায় ও মহিলা প্রার্থীদের কোনো ফি  দিতে হবে না) জমা দিতে হবে নগদে অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় অথবা ভিসা / মাস্টার কার্ড / ডেবিট কার্ড ব্যবহার করে৷ প্রার্থীরা একাধিক দরখাস্ত করতে পারবেন না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট  করার পর রেজিস্ট্রেশন আইডি সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অ্যাপ্লিকেশন প্রত্যাহার করা যাবে ১৪ থেকে ২০ জুন, ২০২২ সন্ধা্যা ৬টার মধ্যে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ‘কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন(II) -২০২২’ পরীক্ষার মাধ্যমে৷ প্রথমে লিখিত পরীক্ষা হবে ৪ সেপ্ঢেম্বর, ২০২২৷ পূর্ব ভারতে লিখিত পরীক্ষার কেন্দ্রগুলি হল – কলকাতা, শিলিগুড়ি, কটক, দিসপুর,পাটনা, জোরহাট, পাটনা, শিলং, রাঁচি, সম্বলপুর, আগরতলা৷ ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ন্যাভাল অ্যাকাডেমি ও এয়ার ফোর্স অ্যাকাডেমির লিখিত পরীক্ষা হবে তিনটি পেপারে (ইংরেজি, জেনারেল নলেজ ও ম্যাথমেটিক্স)৷ প্রতিটি পেপার ১০০ নম্বরের ও সময় সীমা ২ ঘণ্টার৷ লিখিত পরীক্ষায় সফল হলে প্রতিটি বিষয়ে ৩০০ নম্বরের ইন্টারভিউ হবে৷ অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি পরীক্ষায় থাকবে — ইংরেজি ও জেনারেল নলেজ৷ প্রতিটি পেপার ১০০ নম্বরের ও সময় সীমা ২ ঘণ্টা৷ লিখিত পরীক্ষায় সফল হলে প্রতিটি বিষয়ে ২০০ নম্বরের ইন্টারভিউ হবে৷ সব পেপারেই প্রশ্ণ থাকবে অবজেক্টিভ টাইপের৷ ইংরেজি বিষয়ের প্রশ্ণপত্র হবে ইংরেজি গ্রামার ও কম্প্রিহেনসন স্কিলের ওপর৷ জেনারেল নলেজ পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্টিফিক অ্যাসপেক্টস অ্যান্ড এক্সপেরিয়েন্স, ভারতের ইতিহাস ও ভূগোল বিষয়ে প্রশ্ণ করা হবে৷ এলিমেন্টারি ম্যাথমেটিক্স প্রশ্ণ হবে মাধ্যমিক মানের এইসব বিষয়ে – পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণামিতি ও পরিসংখ্যান৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ পরীক্ষার তিন সপ্তাহ আগে প্রার্থীরা নিজেদের ই-অ্যাডমিট  কার্ড www.upsc.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন৷ ডাকযোগে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত  দুটি ওয়েবসাইট দেখুন৷

Official website: https://www.upsc.gov.in/

Get details: Click Here

Share it :