Advt. no. NFC/01/App./2022
Nuclear Fuel complex, Hyderabad invites online applications for the following post.
Post: ITI Trade Apprentice
Total vacancy: 345
Eligibility: Matriculation with ITI in relevant trade
Age: Above 18 years as on 05/11/2022
Stipend: post wise different.
Last Date of Online Application: 5/11/2022.
……………………
কেন্দ্রীয় আণবিক শক্তি দফতরের অধীনস্থ নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স, হায়দরাবাদ আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩৪৫ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৫ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৫ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছরের ঊর্ধে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ফিটার: ১১৯৷ (২) কোপা: ৭৪৷ (৩) টার্নার: ২৭৷ (৪) ইলেকট্রনিক্স মেকানিক: ২৭৷ (৫) ইলেকট্রিশিয়ান: ২৬৷ (৬) ওয়েল্ডার: ২১৷ (৭) মেশিনিস্ট: ১৭৷ (৮) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট): ৮৷ (৯) অ্যাটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট): ৭৷ (১০) ইন্সট্রুমেন্ট মেকানিক: ৬৷ (১১) কেমিক্যাল অপারেটর: ৫৷ (১২) প্লাম্বার: ৪৷ (১৩) মেকানিক ডিজেল: ২৷ (১৪) কার্পেন্টার: ২৷ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে৷ প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন কোপা, মেকানিক ডিজেল, প্লাম্বার, ওয়েল্ডার ট্রেডের প্রার্থীরা ৭,৭০০ টাকা ও অন্যান্য ট্রেডের প্রার্থীরা ৮,০৫০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.nfc.gov.in
Official Notification: Click Here