Advt. No. 1/2024/ESTT
Bureau of Indian Standard invites online applications for the following posts.
Post: Assistant Director (Administration & Finance), Assistant Director (Marketing & Consumer Affairs), Assistant Director (Hindi), Personal Assistant, Assistant Section Officer, Assistant (Computer Aided Design),Stenographer, Senior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Technical Assistant (Laboratory), Senior Technician, Technician (Electrician/Wireman).
Total vacancy: 345. Assistant Director (Administration & Finance): 1, Assistant Director (Marketing & Consumer Affairs): 1, Assistant Director (Hindi): 1, Personal Assistant: 27, Assistant Section Officer: 43, Assistant (Computer Aided Design): 1, Stenographer: 19, Senior Secretariat Assistant: 128, Junior Secretariat Assistant: 78, Technical Assistant (Laboratory): 27, Senior Technician: 18, Technician (Electrician/Wireman): 1.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 30th September, 2024
………………………………………
ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে ৩৪৫ কর্মী
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিনিয়র টেকনিশিয়ান, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে ৩৪৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ এর মধ্যে৷
যোগ্যতা: কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার জানতে হবে অথবা কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর লেভেল ৫ অনুযায়ী কম্পিউটারে দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ অথবা কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর লেভেল ৫ অনুযায়ী কম্পিউটারে দক্ষতা থাকতে হবে৷ স্কিল টেস্টে ইংরেজি বা হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ডিকটেশন নিথে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬০ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ ও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ অথবা কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর লেভেল ৬ অনুযায়ী কম্পিউটারে দক্ষতা থাকতে হবে৷ অথবা কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর লেভেল ৬ অনুযায়ী কম্পিউটারে দক্ষতা থাকতে হবে৷ স্কিল টেস্টে ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ৭ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ৪৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে বা হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ৭ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ৬০ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে৷ অথবা মেকানিক্যাল – কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) মেকানিক্যাল শাখায় ৩ বছরে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কেমিক্যাল – কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) বি.এসসি (কেমিস্ট্রি) পাশ হতে হবে৷ মাইক্রোবায়োলজি – কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) বি.এসসি (মাইক্রোবায়োলজি) পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং অটো ক্যাডের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও টাইপোগ্রাফি সম্পর্কে জ্ঞান থাকতে হবে বা ড্রাফটম্যানশিপের কাজ জানতে হবে অথবা সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ ও এবং অটো ক্যাডের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও ড্রাফটম্যানশিপের কাজ জানতে হবে হবে৷ অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যন্ট / কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্ট / সাবর্ডিনেট অ্যাকাউন্ট সার্ভিস অ্যাকাউন্ট্যান্ট / এমবিএ (ফিন্যান্সে স্পেশালাইজেশন থাকতে হবে) পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) পাশ হতে হবে অথবা মাস কমিউনিকেশন / সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.bis.gov.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.bis.gov.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১১/৯/২০২৪)।