Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

348 PARA MEDICS IN HOWRAH DISTRICT / হুগলি জেলায় ৩৪৮ স্বাস্থ্যকর্মী

Advt. No. : DHFWS/5191

District Health & Family Welfare Samity, Hooghly invites online applications from eligible candidates for the following posts.

Post: Facility Consultant Quality Monitoring, Laboratory Technician, Counsellor, Medical Officer, Hospital Attendant, Sanitary Attendant, Accountant, LDC, Group D, Para Medical Worker, Clinical Psychologist, Nurse, Community Health Assistant, TBHV, Senior Tuberculosis Laboratory Supervisor, District PPM Coordinator, Block Epidemiologist, Block Public Health Manager, Block Data Manager.

Total vacancy: 348.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application :  20th July, 2022.

……………………………………

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, হুগলি বিভিন্ন প্রকল্পের অধীন ফেসিলিটি কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এআরটি কাউন্সেলর, এআরটি মেডিক্যাল অফিসার, হসপিটাল অ্যাটেন্ড্যান্ট, স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ-ডি, প্যারামেডিক্যাল ওয়ার্কার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যালসাইকোলজিস্ট, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, টিবিএইচভি, ডিস্ট্রিক্ট পিপিএম কোর্ডিনেটর, ব্লক এপিডেমিয়োলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কাউন্সেলর, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে ৩৪৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২০ জুলাই, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) ন্যাশনাল হেলথ মিশনের অধীন শূন্যপদ: (১) ফেসিলিটি কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং:  এমবিবিএস / ডেন্টাল / আয়ুশ / নার্সিং / লাইফ সায়েন্স / সোশ্যাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট  ও হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন / হেলথ ম্যানেজমেন্টে  পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি বিষয়ে সাবলীল হতে হবে৷ সরকারের বিভিন্ন নিয়ম নীতি সম্বর্কে জ্ঞান থাকতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (রিজার্ভেশন প্রযোজ্য)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

(২) আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান (ডব্লুবিএসএপি অ্যান্ড সিএস):  মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েশনের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৩ (রিজার্ভেশন প্রযোজ্য)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(৩) এআরটি কাউন্সেলর:  সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে (মেডিক্যাল অ্যান্ড সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক / সাইকোলজি অগ্রগণ্য) অথবা সোশিয়োলজিতে গ্র্যাজুয়েট বা নার্সিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(৪) এআরটি মেডিক্যাল অফিসার:  এমবিবিএস পাশ ও ন্যাকো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৬,০০০ টাকা৷

(৫) হসপিটাল অ্যাটেন্ড্যান্ট (এনপিএইচসিই):  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (রিজার্ভেশন প্রযোজ্য)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷

(৬) স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট (এনপিএইচসিই):  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (রিজার্ভেশন প্রযোজ্য)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷

(৭) ল্যাবরেটরি টেকনিশিয়ান (এনপিসিডিসিএস):  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(৮) অ্যাকাউন্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ-ডি (আয়ুষ):  অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে৷ অ্যাকাউন্ট্যান্ট ও এলডিসি পদের বেলায় মাধ্যমিক পাশ হতে হবে৷ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: অ্যাকাউন্ট্যান্ট – ১, এলডিসি – ১, গ্রুপ-ডি – ২৷

(৯) প্যারা মেডিক্যাল ওয়ার্কার (এনএলইপি):  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর প্যারা মেডিক্যাল ওয়ার্কারের সার্টিফিকেট পাশ হতে হবে অথবা এমএসডব্লু / বি.এসসি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(১০) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান: এএনএম / জিএনএম পাশ এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও বাংলা ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১১৩ (রিজার্ভেশন প্রযোজ্য)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(১১) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (ডিএমএইচপি):  রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজির পেশাদারি কোর্স করে থাকতে হবে অথবা সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে এম.ফিল পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

(১২) সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (এনটিইপি):  যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডিএমএলটি পাশ হতে হবে অথবা বিএমএলটি পাশ হতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(১৩) টিবিএইচভি (এনটিইপি):  বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ এমপিডব্লু / এলএইচভি / এএনএম / হেলথ ওয়ার্কার হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(১৪) ল্যাবরেটরি টেকনিশিয়ান (এনটিইপি): ফিজিক্স, কেমিস্ট্রি,  বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট ও স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(১৫) ডিস্ট্রিক্ট পিপিএম কোর্ডিনেটর (এনটিইপি): যেকোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ কমিউনিকেশন / এসিএসএম / পাবলিক প্রাইভেট পার্টনারশিপ / হেলথ প্রোগ্রামে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ সোশ্যাল সায়েন্স / মাস মিডিয়া / কমিউনিকেশন / রুরাল ডেভেলপমেন্ট অ্যাডভোকেসি / পার্টনারশিপ বিষয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি / মাস্টার্স পাশ হলে ভালো হয়৷  বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৬,০০০ টাকা৷

(খ) ব্লক পাবলিক হেলথ ইউনিটের (বিপিএইচইউ) অধীন শূন্যপদ: (১) ব্লক এপিডেমিয়োলজিস্ট:  লাইফ সায়েন্স / এপিডেমিয়োলজিতে এম.এসসি পাশ অথবা বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ সঙ্গে এমপিএইচ পাশ হতে হবে৷ পিএইচ.ডি / এম.ফিল বা পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(২) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার:  লাইফ সায়েন্সে বি.এসসি পাশ সঙ্গে ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ লাইফ সায়েন্সে এম.এসসি পাশ ও পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ল্যাবরেটরি টেকনিক / মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷

(৪) ব্লক ডেটা ম্যানেজার:  যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ কোনো সরকারি ক্ষেত্রে ৩ বছর বা বেসরকারি ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৩০ নম্বর) ও কম্পিউটার টেস্টের (৭০ নম্বর) মাধ্যমে৷

(গ) আরবান লোকাল বডির অধীন শূন্যপদ: (১) মেডিক্যাল অফিসার (ইউ-এইচডব্লুসি):  এমবিবিএস পাশ হতে হবে৷ ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে৷ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪৮৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

(২) স্টাফ নার্স (ইউ-এইচডব্লুসি):  জিএনএম বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪৮৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৩) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান (ইউ-এইচডব্লুসি):  এএনএম পাশ বা জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বাংলা ভাষায় দক্ষ হতে হবে ও হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪৮৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(৪) স্টাফ নার্স (পলিক্লিনিক অ্যান্ড ইউপিএইচসি):  জিএনএম বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৫) কাউন্সেলর (পলিক্লিনিক অ্যান্ড ইউপিএইচসি):  সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ উল্লিখিত যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷

(৬) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-মেডিসিন (পলিক্লিনিক অ্যাট ইউপিএইচসি):  এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে৷ মেডিসিন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷

(৭) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-পেডিয়াট্রিক্স (পলিক্লিনিক অ্যাট ইউপিএইচসি):  এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে৷ পেডিয়াট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷

(৮) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-জি অ্যান্ড ও (পলিক্লিনিক অ্যাট ইউপিএইচসি):  এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে৷ জি অ্যান্ড ও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷

(৯) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-অপথ্যালমোলজিস্ট (পলিক্লিনিক অ্যাট ইউপিএইচসি):  এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে৷ অপথ্যালমোলজিসট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রেই সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ও প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷

আবেদনের পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই (২০ থেকে ৫০ কেবি) ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘District Health & Family Welfare Samity, Hooghly, A/C Non NHM payable at Kolkata’- এর অনুকূলে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিটির সঙ্গে ডিমান্ড ড্রাফট একটি মুখবন্ধ করা খামে ভরে ২৬ জুলাই, ২০২২ বিকেল ৫ টার মধ্যে যে কোনো কাজের দিন রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্ট বা নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে – To the office of the Chief Medical Officer of Health, Hooghly, New Administrative Building 1stFloor, DRS Complex, Chinsurah, Hooghly 712101৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.wbhealth.gov.in/pages/career

Get details: Click Here

 

 

Share it :