Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

3500 APPRENICES IN DELHI POLICE

Advt. No. CB/AT/2025

Canara Bank invites online applications for the following post.

Post: Graduate Apprentice.

Total vacancy: 3500.

Eligibility: Graduate.

Age limit:  20 to 28 years (as on 01-09-2025).

Stipend:  Rs. 15,000/-

Application Fee: Rs. 500 (SC/ST/PWBD candidates are exempted)

Last Date of Online Application: 12th October, 2025.

;……………………………………..

কানাড়া ব্যাঙ্কে ৩৫০০ অ্যাপ্রেন্টিস

কানাড়া ব্যাঙ্ক ৩৫০০ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ অক্টোবর, ২০২৫-এরমধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা:  ১ জানুয়ারি, ২০২ ২থেকে ১ সেপ্ঢেম্বর, ২০২৫ এর মধ্যে যেকোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা, লেখা ও পড়া জানতে হবে৷পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা / নেপালি৷ বয়স: ১ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে৷তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদ:  মোট-  ৩০০০৷ (১) পশ্চিমবঙ্গ: ১৫০ (জেনাঃ৬১, তঃজাঃ৩৪, তঃউঃজাঃ৭, ওবিসি৩৩, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷ (২) অন্ধ্রপ্রদেশ: ২৪২৷ (৩) অরুণাচলপ্রদেশ: ৫৷ (৪) অসম: ৪২৷ (৫) বিহার: ১১৯৷ (৬) চণ্ডীগড়: ৬৷ (৭) ছত্তিশগড়: ৪০৷ (৮) গোয়া: ২৬৷ (৯) গুজরাট: ৮৭৷ (১০) হরিয়ানা: ১১১৷ (১১) হিমাচলপ্রদেশ: ২৩৷ (১২) জম্মুওকাশ্মীর: ১৬৷ (১৩) ঝাড়খণ্ড: ৭৩৷ (১৪) কর্ণাটক: ৫৯১৷ (১৫) কেরল: ২৪৩৷ (১৬) মধ্যপ্রদেশ: ১১১৷ (১৭) মহারাষ্ট্র: ২০১৷ (১৮) মণিপুর: ৩৷ (১৯) মেঘালয়: ৬৷ (২০) নাগাল্যান্ড: ৩৷ (২১) দিল্লি: ৯৪৷ (২২) ওড়িশা: ১০৫৷ (২৩) পুদুচেরি: ৪৷ (২৪) পঞ্জাব: ৯৭৷ (২৫) রাজস্থান: ৯৫৷ (২৬) তামিলনাড়ু: ৩৯৪৷ (২৭) তেলেঙ্গানা: ১৩২৷ (২৮) ত্রিপুরা: ৭৷ (২৯) উত্তরপ্রদেশ: ৪১০৷ (৩০) উত্তরাখণ্ড: ৪৮৷ (৩১) মিজোরাম: ২৷  (৩২) আন্দামানওনিকোবরদ্বীপপুঞ্জ: ৫৷ (৩৩) দাদরাওনগরহাভেলিএবংদমনওদিউ: ২৷  (৩৪)  সিকিম: ৪৷ (৩৫) লাক্ষাদ্বীপ: ৩৷

ট্রেনিং পিরিয়ড:  ১ বছর৷স্টাইপেন্ড: প্রতি মাসে ১৫,০০০টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করার পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে-www.nats.education.gov.in৷রেজিস্ট্রেশনের পরে অনলাইনে দরখাস্ত করতে হবে www.canarabank.com ওয়েবসাইটের মাধ্যমে৷এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি (৪.×৩.৫সেমি, ২০×২৩০পিক্সেল, ২০-৫০কেবিসাইজ), সাদা কাগজে কালো কালিতে স্বাক্ষর (১৪×৬০পিক্সেল, ১০-২০কেবিসাইজ), সাদা কাগজে কালো বা নীল কালিতে বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (২৪×২৪০পিক্সেল, ২০-৫০কেবিসাইজ) ও সাদা কাগজে কালো কালি তে লেখা“I,………(Name of the candidate),– hereby declare that all the information submitted by me in the application form is correct– true and valid, I will present the supporting documents as and when required.” ডিক্লেয়ারেশন (৮০×৪০০পিক্সেল, ৫০-১০০কেবিসাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷অনলাইনে দরখাস্ত ফি ৫০০ টাকা জমা করতে হবে৷তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় দরখাস্ত ফি লাগবে না৷নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://canarabank.bank.in/pages/Engagement-of-Graduate-Apprentice-in-Canara-Bank-under-Apprenticeship

Official Notification: Click Here

Share it :

Leave a Reply