Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

357 ASSISTANTS IN DELHI TRANSPORT CORPORATION / দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে ৩৫৭ ফোরম্যান, ফিটার ও ইলেকট্রিশিয়ান

Online applications are invited for the following posts in Delhi Transport Corporation.

Post: Assistant Foreman (Repair & Maintenance), Assistant Fitter (Repair & Maintenance), Assistant Electrician (Repair & Maintenance).

Total vacancy: 357. Assistant Foreman (Repair & Maintenance): 112, Assistant Fitter (Repair & Maintenance): 175, Assistant Electrician (Repair & Maintenance): 70

Eligibility: post wise different.

Age: post wise different.

Salary: post wise different.

Last Date of Online Application: 4th May, 2022 till 5 pm.

…………………………………………………………

দিল্লি সরকারের অধীনস্থ দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফিটার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান পদে ৩৫৭ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ মে, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স): অটোমোবাইল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা (অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সহ) থাকতে হবে৷ বয়স: ৪ মে, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১২ (জেনাঃ ৫৮, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি ৩০)৷ বেতন: প্রতি মাসে ৪৬,৩৭৪ টাকা৷

(২) অ্যাসিস্ট্যান্ট ফিটার (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স): মেকানিক্যাল মোটর ভেহিকেল / ডিজেল মেকানিক / ট্রাক্টর মেকানিক / অটোমোবাইল / ফিটার ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা মেকানিক্যাল মোটর ভেহিকেল / ডিজেল মেকানিক / ট্রাক্টর মেকানিক / অটোমোবাইল / ফিটার ট্রেডে ৩ বছরের ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে৷ বয়স: ৪ মে, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭৫ (জেনাঃ ৯০, তঃজাঃ ২৬, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৪৬)৷বেতন: প্রতি মাসে ১৭,৬৯৩ টাকা৷

(৩) অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স): ইলেকট্রিশিয়ান (অটো) / মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা ইলেকট্রিশিয়ান (অটো) / মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রেডে ৩ বছরের ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে৷ বয়স: ৪ মে, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭০ (জেনাঃ ৩৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮) ৷ বেতন: প্রতি মাসে ১৭,৬৯৩ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে http://dtc.delhi.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে অতিরিক্ততথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttp://dtc.delhi.gov.in/

Get detailsClick Here

 

Share it :