Border Security Force invites online applications for the following post.
Post: Constable/Tradesman
Total Vacancy: 3588.
Eligibility: 10th Pass.
Age Limit: 18-25 years (as on 23/8/2025)
Pay Level: Rs. 21,700 – Rs. 69,100
Application Fee: Rs. 100 (No fee for SC/ST/ESM/Women)
Last Date of Online Application: 23rd August, 2025.
……………………………………………………….
বর্ডার সিকিউরিটি ফোর্সে ৩৫৮৮ কনস্টেবল / ট্রেডসম্যান
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স কবলার, টেলর, কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বার্বার, সুইপার, ওয়েটার, পাম্প অপারেটর, আপহোলস্টার, খোজি ট্রেডে ‘কনস্টেবল / ট্রেডসম্যান’ পদে ৩৫৮৮ জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৩ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: (ক) কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপহোলস্টার ট্রেডে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে অথবা ১ বছরের আইটিআই সার্টিফিকেট ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ (খ) কবলার, টেলর, ওয়াশারম্যান, বার্বার, সুইপার, খোজি / সহিস ট্রেডে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকতে হবে৷ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত ট্রেড টেস্টে সফল হতে হবে৷ (গ) কুক, ওয়াটার ক্যারিয়ার ও ওয়েটার ট্রেডে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফুড প্রোডাকশন বা কিচেন ট্রেডে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক লেভেল-১ কোর্স করে থাকতে হবে৷
বয়স: ২৩ আগস্ট, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
Official Website: https://rectt.bsf.gov.in/#bsf-current-openings
Official Notification: Click Here
Apply link: Click Here=
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০ /৭ /২০২৫)।