Memo. No. DH&FWS/3888
CMOH, Dakshin Dinajpur invites applications for the following contractual posts.
Post: Staff Nurse, Block Data Manager, Community Health Assistant, Laboratory Technician, Lab Technician, Pharmacist, Medical Officer, Specialist, Programme Assistant, Dental Technician, VBD Technical Supervisor, Multi Rehabilitation Worker etc.
Total Vacancy: 359
Eligibility: Diploma, Graduate, PG in relevant disciplines (post-wise different)
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Receipt of Application: 17/5/2023
………………………………..
হুগলী জেলার স্বাস্থ্য বিভাগে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ব্লক ডেটা ম্যানেজার, ডেন্টাল টেকনিশিয়ান, আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেশন, মেডিক্যাল অফিসার, স্পেশালিস্ট এমও পদে ৩৫৯ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ মে, ২০২৩ বিকেল ৪ টে-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান (NUHM): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷
(২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান (XV-FC): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৬৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷
(৩) স্টাফ নার্স (NUHM): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম ট্রেনিং কোর্স / বিএসসি নার্সিং পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৬। এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷
(৪) ল্যাবরেটরি টেকনিশিয়ান (NUHM): ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেমেটিক্স / বায়োলজি-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে। এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
(৫) ফার্মাসিস্ট (NUHM): ২ বছরের ডিফার্মা (অ্যালোপ্যাথি) পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অধীনে ‘এ’ ক্যাটেগরির ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বাংলা ভাষা ও কম্পিউটার জানা আবশ্যক৷ প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
(৬) মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (NPHCE): ফিজিয়োথেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিজিয়োথেরাপি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(৭) ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার (NVBDCP): বায়োলজির যে কোনো বিষয়ে বিএসসি পাশ অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, সঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে বায়োসায়েন্স পড়ে থাকতে হবে৷ দুই চাকার যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা।
(৮) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (XV-FC): লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷
(৯) ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP): ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেমেটিক্স / বায়োলজি-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি–বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
(১০) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (NMHP): রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজির পেশাদারি কোর্স করে থাকতে হবে অথবা ইউজিসি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুপারভাইজড ক্লিনিক্যাল ট্রেনিং-সহ দুই বছরের কোর্স করার পর সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা৷
(১১) ল্যাব টেকনিশিয়ান (DEIC): উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকস পাশ হতে হবে। এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
(১২) প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (PCPNDT): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হতে হবে। এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। কম্পিউটারে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর বা বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা।
(১৩) ব্লক ডেটা ম্যানেজার (XV-FC): গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর বা বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
(১৪) ডেন্টাল টেকনিশিয়ান (DEIC): ডেন্টাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
(১৫) আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেশন (DEIC): আর্লি ইন্টারভেনশন ও স্পেশাল এডুকেশন বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(১৬) মেডিক্যাল অফিসার (XV-FC): এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৯৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷
(১৭) স্পেশালিস্ট এমও (মেডিসিন) (XV-FC): এমবিবিএস পাশ হতে হবে ও মেডিসিন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(১৮) স্পেশালিস্ট এমও (পেডিয়াট্রিক্স) (XV-FC): এমবিবিএস পাশ হতে হবে ও পেডিয়াট্রিক মেডিসিন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(১৯) স্পেশালিস্ট এমও (গাইনেকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস) (XV-FC): এমবিবিএস পাশ হতে হবে ও গাইনেকোলজি অ্যান্ড অবস্টেট্রিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(২০) স্পেশালিস্ট এমও (অপথ্যালমোলজিস্ট) (XV-FC): এমবিবিএস পাশ হতে হবে ও অপথ্যালমোলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৫০ টাকা) “District Health & Family Welfare Samiti, Hooghly” A/C Non NHM payable at Kolkata-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে৷ প্রিন্ট করা দরখাস্ত ও উল্লিখিত ডিমান্ড ড্রাফট একত্রে একটি মুখবন্ধ খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF ………………… UNDER ………………… PROGRAMME” লিখে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্ট / সরাসরি হাতে জমা দিতে হবে এই ঠিকানায়- To the Office of Chief Medical Officer of Health, Hooghly, Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান ও স্টাফ নার্স পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা; ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ও ফার্মাসিস্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্ট; মেডিক্যাল অফিসার ও স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা; ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ, ব্লক ডেটা ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও কম্পিউটার টেস্ট; ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউ; ল্যাব টেকনিশিয়ান, আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেশন ও ডেন্টাল টেকনিশিয়ান পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: Click Here