Indian Coast Guard Region (West) invites applications for the following posts.
Post: MTS, Engine Driver, Lascar, CMTD (OG), MT Fitter, Turner (Skilled), Unskilled Labour, Forklift Operator, Fire Engine Driver, Fireman
Total vacancy: 12
Eligibility: Matriculation, ITI, Diploma, Driving license etc. (post wise different).
Age limit: Post wise different.
Salary: Post wise different.
Last Date of Receipt of Application: 19/11/2024
কোস্ট গার্ডে ৩৬ কর্মী
ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজিয়ন (ওয়েস্ট), মুম্বাই সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, লস্কর, ফায়ারম্যান, ইঞ্জিন ড্রাইভার, মাল্টি টাস্কিং স্টাফ, এমটি ফিটার, আনস্কিল্ড লেবারার, সারেঙ লস্কর, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফর্কলিফট অপারেটর, টার্নার পদে ৩৬ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৯ নভেম্বর, ২০২৪-এর মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক, আইটিআই।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷
শূন্যপদ: ৩৬৷
বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.indiancoastguard.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের স্বপ্রত্যয়িত রঙিন ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সাথে বৈধ সচিত্র পরিচয়পত্র, মাধ্যমিক / সমতুল পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট, অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার সার্টিফিকেট ও অন্যান্য জরুরী নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং ২ টি অতিরিক্ত পাসপোর্ট ছবি ও ৫০ টাকার পোস্টাল স্ট্যাম্প-সহ একটি খাম একত্রে অন্য একটি মুখবন্ধ খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF ………………………” লিখে সাধারণ ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়- Headquarters, Coast Guard Region (West), Worli Sea Face P.O., Worli Colony, Mumbai- 400030৷ খামের উপর ক্যাটেগরি উল্লেখ করে দিতে হবে৷
Official Website: www.indiancoastguard.gov.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।