National High Speed Rail Corporation Limited (NHSRCL) invites online applications for the following posts.
Post: Assistant Technical Manager (S&T), Junior Technical Manager (S&T).
Total vacancy: 36. Assistant Technical Manager (S&T): 18, Junior Technical Manager (S&T): 18.
Eligibility: post wise different.
Age: within 45 years (as on 31/07/2025).
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 15th September, 2025.
…………………………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩৬
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ম্যানেজার, জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার পদে ৩৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২৫ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ ৩ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো ২ বছর বাড়তে পারে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি শাখায় বি.ই / বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nhsrcl.in ওয়েবসাইটে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ২২ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে —To The General Manager / HR, National High Speed Rail Corporation Limited, World Trade Centre, 5th Floor, Tower D, Nauroji Nagar, New Delhi – 110029৷ খামের উপর আবেদন করা পদের নাম ও ভ্যাকেন্সি নম্বর উল্লেখ করে দিতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://nhsrcl.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩/ ৯ /২০২৫)।