Advt. No. 05/2022(R-I)
Online applications are invited from eligible candidates for appointment to the following posts in BARC, Mumbai, GCNEP, Haryana and RMRC, Kolkata.
Post: Nurse/A , Scientific Assistant/B (Pathology), Scientific Assistant/B (Nuclear Medicine Technologist), Scientific Assistant/C (Medical Social Worker), Sub Officer/B, Scientific Assistant/B (Civil).
Total vacancy: 36. Nurse/A: 13, Scientific Assistant/B (Pathology): 2, Scientific Assistant/B (Nuclear Medicine Technologist): 8, Scientific Assistant/C (Medical Social Worker): 1, Sub Officer/B: 4, Scientific Assistant/B (Civil): 8.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 12th September, 2022.
………………………………………..
কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীনস্থ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তাদের কলকাতা, মুম্বই ও হরিয়ানার দপ্তরে নার্স /এ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি, সাব অফিসার / বি পদে ৩৬ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ সেপ্ঢেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্স /এ, পোস্ট কোড DR/01: উচ্চমাধ্যমিক পাশের পর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশ বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে অথবা নার্সিংয়ে ‘এ’ সার্টিফিকেট সঙ্গে কোনো হাসপাতালে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো আর্মড ফোর্সে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাস থ্রি পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নার্স হিসেবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট /বি (প্যাথোলজি), পোস্ট কোড DR/02: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বি.এসসি পাশ সঙ্গে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে পিজি ডিপ্লোমা পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি পাশ হতে হবে৷বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৩) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট /বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট), পোস্ট কোড DR/03: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বি.এসসি পাশ সঙ্গে ৫০ শতাংশ নম্বর বা তার বেশি নম্বর নিয়ে ডিএমআরআইটি / ডিএনএমটি / ডিএফআইটি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে বি.এসসি পাশ হতে হবে৷বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট /সি (মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার), পোস্ট কোড DR/04: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ মেডিক্যাল অ্যান্ড সাইকিয়াট্রিক / মেন্টাল হেলথ সোশ্যাল ওয়ার্কে স্পেশালাইজেশন নিয়ে মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৫) সাব অফিসার/বি, পোস্ট কোড DR/05: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসারের কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷ শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, ওজন ৫০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি হতে হবে, দৃষ্টিশক্তি হতে হবে উভয় চোখে ৬/৬৷ রাতকানা বা বর্ণান্ধতা রোগ থাকা চলবে না৷
(৬) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (সিভিল), পোস্ট কোড DR/06: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruit.barc.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড হবে৷ দরখাস্তের ফি ১৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.barc.gov.in/careers/
Get details: Click Here