Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

36 VACANCIES IN BIRBHUM DISTRICT

Memo. No. DHFWS-II/HR/903

Offline Applications are invited from eligible candidates for the following posts.

Post: Medical Officer, Multi Rehabilitation Worker, Laboratory Technician, Staff Nurse, Community Health Assistant, Block Epidemiologist, Block Public Health Manager.

Total vacancy: 36.

Eligibility: post wise different.

Age: post wise different

salary: post wise different

Last Date for Online Registration: 16th October, 2025.

…………………………….

বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে ৩৮ নিয়োগ

বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে ন্যাশনাল আরবান হেলথ মিশন বা ১৫তম ফিন্যান্স কমিশনের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে মেডিক্যাল অফিসার, মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফনার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্যটান্ট, ব্লক এপিডেমিয়োলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে চুক্তির ভিত্তিতে ৩৮জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ীবাসিন্দা ও স্থানীয় ভাষা জানতে হবে৷আবেদনের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে ১৬অক্টোবর, ২০২৫ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা:  (১) মেডিক্যালঅফিসারজিডিএমও (এনএইচএম), এফআরইউ: এমবিবিএস পাশ হতে হবে৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এর হিসেবে ৬৭বছরের মধ্যে৷শূন্যপদ: ৭ (জেনাঃইসি২, তঃজাঃ৩, ওবিসিবিইসি১, আর্থিকভাবেঅনগ্রসরপ্রার্থী১)৷এককালীন বেতন: প্রতিমাসে৬০,০০০টাকা৷প্রার্থী বাছাই হবে এমবিবিএস পরীক্ষায় প্রাপ্তনম্বরের ভিত্তিতে৷

(২) মেডিক্যালঅফিসারজিডিএমও (এনএইচএম), আরকেএসকে: এমবিবিএস পাশ হতেহবে৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে৬৭বছরেরমধ্যে৷শূন্যপদ: ৩ (জেনাঃ১, তঃজাঃইসি১, ওবিসিএ১)৷এককালীনবেতন: প্রতিমাসে৬০,০০০টাকা৷প্রার্থীবাছাইহবেএমবিবিএসপরীক্ষায়প্রাপ্তনম্বরেরভিত্তিতে৷

(৩) মেডিক্যালঅফিসারজিডিএমও, এনইউএইচএম: এমবিবিএস পাশ হতে হবে৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে৬৭বছরেরমধ্যে৷শূন্যপদ: ১ (ওবিসিএ)৷এককালীনবেতন: প্রতিমাসে ৬০,০০০টাকা৷প্রার্থী বাছাই হবে এমবিবিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৪) মেডিক্যালঅফিসারজিডিএমও (১৫তমফিন্যান্সকমিশন), ইউএইচডব্লুসি: এমবিবিএস পাশ হতে হবে৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এর হিসেবে ৬৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ৫ (জেনাঃ২, তঃজাঃ২, ওবিসিএ১)৷এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০টাকা৷প্রার্থী বাছাই হবে এমবিবিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৫) মাল্টিরিহ্যাবিলিটেশনওয়ার্কার, এনপিএইচসিই: ফিজিয়োথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি পাশের পর কোনো হাসপাতালে ২বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ফিজিয়ো থেরাপিতে মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে২১থেকে৪০বছরেরমধ্যে৷শূন্যপদ: ৬ (জেনাঃ১, জেনাঃইসি১, তঃজাঃ১, তঃজাঃইসি১, ওবিসিএ১, ওবিসিবি১)৷এককালীনবেতন: প্রতিমাসে১৮,০০০টাকা৷প্রার্থীবাছাইহবেশিক্ষাগতযোগ্যতা (৩৫নম্বর), অভিজ্ঞতা (১০নম্বর) ওইন্টারভিউয়ের (৫নম্বর) ভিত্তিতে৷

(৬) ল্যাবরেটরিটেকনিশিয়ান, এনইউএইচএম: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মেডিক্যালল্যাবরেটরিটেকনোলজিতেডিপ্লোমাপাশহতেহবে৷কম্পিউটারজানাআবশ্যক৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে৪০বছরেরমধ্যে৷শূন্যপদ: ১(ওবিসিএ)৷এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০টাকা৷প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্টের ভিত্তিতে৷

(৭) স্টাফনার্স (১৫তমফিন্যান্সকমিশন), ইউএইচডব্লুসি: জিএমএমপাশহতেহবে৷ওয়েস্টবেঙ্গলনার্সিংকাউন্সিলেরঅধীননামনথিভুক্তথাকতেহবে৷কোনোহাসপাতালেকাজেরঅভিজ্ঞতাথাকলেভালোহয়৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে২১থেকে৪০বছরেরমধ্যে৷শূন্যপদ: ২ (জেনাঃ১, তঃজাঃ১)৷এককালীনবেতন: প্রতিমাসে২৫,০০০টাকা৷প্রার্থীবাছাইহবেজিএনএমপরীক্ষায়প্রাপ্তনম্বরেরভিত্তিতে৷

(৮) স্টাফনার্স (১৫তমফিন্যান্সকমিশন), পলিক্লিনিক: জিএমএমপাশহতেহবে৷ওয়েস্টবেঙ্গলনার্সিংকাউন্সিলেরঅধীননামনথিভুক্তথাকতেহবে৷কোনোহাসপাতালেকাজেরঅভিজ্ঞতাথাকলেভালোহয়৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে২১থেকে৪০বছরেরমধ্যে৷শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷এককালীনবেতন: প্রতিমাসে২৫,০০০টাকা৷প্রার্থীবাছাইহবেজিএনএমপরীক্ষায়প্রাপ্তনম্বরেরভিত্তিতে৷

(৯) কমিউনিটিহেলথঅ্যাসিস্যটান্ট (আরবান), এনইউএইচএম: এএনএমবাজিএমএমপাশহতেহবে৷ওয়েস্টবেঙ্গলনার্সিংকাউন্সিলেরঅধীননামনথিভুক্তথাকতেহবে৷বাংলাভাষায়দক্ষহতেহবে৷বীরভূমজেলারস্থায়ীবাসিন্দাহতেহবে৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে২১থেকে৪০বছরেরমধ্যে৷শূন্যপদ: ৮ (জেনাঃ২, জেনাঃইসি১, তঃজাঃইসি১, তঃউঃজাঃ১, ওবিসিএ১, ওবিসিবি১, আর্থিকভাবেঅনগ্রসরপ্রার্থী১)৷এককালীনবেতন: প্রতিমাসে১৩,০০০টাকা৷

(১০) কমিউনিটিহেলথঅ্যাসিস্যটান্ট (১৫তমফিন্যান্সকমিশন), ইউএইচডব্লুসি: এএনএমবাজিএমএমপাশহতেহবে৷ওয়েস্টবেঙ্গলনার্সিংকাউন্সিলেরঅধীননামনথিভুক্তথাকতেহবে৷বাংলাভাষায়দক্ষহতেহবে৷বীরভূমজেলারস্থায়ীবাসিন্দাহতেহবে৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে২১থেকে৪০বছরেরমধ্যে৷শূন্যপদ: ২৷এককালীনবেতন: প্রতিমাসে১৩,০০০টাকা৷

(১১) ব্লকএপিডেমিয়োলজিস্ট (১৫তমফিন্যান্সকমিশন): লাইফসায়েন্স / এপিডেমিয়োলজি বিষয়ে এম.এসসি পাশ হতে হবে অথবা বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএসসঙ্গেএমপিএইচপাশহতেহবে৷পিএইচ.ডি / এম.ফিল পাশ হলে ও পাবলিকহেলথেকাজেরঅভিজ্ঞতাথাকলেভালোহয়৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে২১থেকে৪০বছরেরমধ্যে৷শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷এককালীনবেতন: প্রতিমাসে৩৫,০০০টাকা৷প্রার্থীবাছাইহবেকম্পিউটারটেস্টওইন্টারভিউয়েরমাধ্যমে৷

(১২) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (১৫তমফিন্যান্সকমিশন): লাইফসায়েন্স বিষয়ে বি.এসসি পাশ সঙ্গেম্যানেজমেন্টবিষয়েপোস্টগ্র্যাজুয়েটডিগ্রি / ডিপ্লোমাপাশহতেহবে৷এম.এসসিপাশহলেওপাবলিকহেলথেকাজেরঅভিজ্ঞতাথাকলেভালোহয়৷বয়স: ১জানুয়ারি, ২০২৫এরহিসেবে২১থেকে৪০বছরেরমধ্যে৷শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷এককালীনবেতন: প্রতিমাসে৩৫,০০০টাকা৷প্রার্থীবাছাইহবেকম্পিউটারটেস্টওইন্টারভিউয়েরমাধ্যমে৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনেদরখাস্তকরতেহবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷প্রার্থীরএকটিবৈধই-মেলআইডিওমোবাইলনম্বরথাকতেহবে৷দরখাস্তেরনির্দিষ্টজায়গায়প্রার্থীরপাসপোর্টমাপেররঙিনছবিওসইস্ক্যানকরেআপলোডকরতেহবে৷১৬অক্টোবর, ২০২৫এরমধ্যেপ্রার্থীদেরনামনথিভুক্তকরেনিতেহবে৷দরখাস্তেরফি১০০টাকা (সংরক্ষিতপদেরবেলায়৫০টাকা) অনলাইনে২২সেপ্ঢেম্বর, ২০২৫এরমধ্যেজমাদিতেহবে৷ফিজমাদেবারপরসম্পূর্ণদরখাস্ত১৮অক্টোবর, ২০২৫এরমধ্যেসাবমিটকরারপর১কপিপ্রিন্টআউটকরেনিজেরকাছেরেখেদেবেন৷পরেএরপ্রয়োজহবে৷অতিরিক্ততথ্যেরজন্যদেখুনউল্লিখিতওয়েবসাইট৷

Official Website: https://birbhum.gov.in/notice_category/recruitment/

Official Notification: Click Here

Corrigendum : Click Here

Share it :

Leave a Reply