Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

3614 APPRENTICES IN ONGC LIMITED / ওএনজিসি’তে ৩৬১৪ অ্যাপ্রেন্টিস নিয়োগ

Advt. No. ONGC/APPR/1/2022/

Oil and Natural Gas Corporation Limited invites online applications for the following posts.

Post: Graduate Apprentice. Trade Apprentice. Diploma Apprentice.

Total vacancy: 3614

Eligibility: post wise different.

Age: 18 to 24 years old (as on 15/05/2022)

Stipend: post wise different.

Last Date of Online Application: 15th May, 2022 till 6 pm.

………………………………………………

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন অঞ্চলের দপ্তরে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান (সিভিল), ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মেশিনিস্ট, মেকানিক (মোটর ভেহিকেল), মেকানিক ডিজেল, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, সার্ভেয়রস, ওয়েল্ডার, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনসট্রুমেন্টেশন, মেকানিক্যাল ট্রেডে ৩,৬১৪ জন অ্যাপ্রেন্টিস নেবে৷ বয়স : বয়স হতে হবে ১৫ মে, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ মে, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷

ট্রেড অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাকাউন্টস এক্সিকিউটিভ: বি.কম পাশ হতে হবে৷ (২) অফিস অ্যাসিস্ট্যান্ট: বি.এ / বি.বি.এ পাশ হতে হবে৷ (৩) সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: স্টেনোগ্রাফি (ইংলিশ) / সেক্রেটারিয়াল প্র্যাকটিসে আইটিআই ট্রেড পাশ হতে হবে৷ (৪) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা): কোপা ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৫) ড্রাফটসম্যান (সিভিল): ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৬) ইলেকট্রিশিয়ান: ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৭) ইলেকট্রনিক্স মেকানিক: ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৮) ফিটার: ফিটার ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৯) ইনস্ট্রুমেন্ট মেকানিক: ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১০) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১১) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট): বি.এসসি পাশ হতে হবে অথবা ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১২) মেশিনিস্ট: মেশিনিস্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১৩) মেকানিক (মোটর ভেহিকেল): মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে পাশ হতে হবে৷ (১৪) মেকানিক ডিজেল: মেকানিক ডিজেল ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১৫) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (কার্ডিয়োলজি অ্যান্ড ফিজিয়োলজি): সংশ্লিষ্ট  ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১৬) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথোলজি): সংশ্লিষ্ট  ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১৭) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (রেডিয়োলজি): সংশ্লিষ্ট  ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১৮) রেফ্রিজারেশন অ্যান্ড-এয়ার কন্ডিশনিং: সংশ্লিষ্ট  ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১৯) সার্ভেয়র: সংশ্লিষ্ট  ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (২০) ওয়েল্ডার: সংশ্লিষ্ট  ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (২১) সিভিল: সংশ্লিষ্ট  শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ (২২) কম্পিউটার সায়েন্স: সংশ্লিষ্ট  শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ (২৩) ইলেকট্রনিক্স া্যান্ড টেলিকমিউনিকেশন: সংশ্লিষ্ট  শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ (২৪) ইলেকট্রিক্যাল: সংশ্লিষ্ট  শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ (২৫) ইলেকট্রনিক্স: সংশ্লিষ্ট  শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ (২৬) ইস্ট্রুমেন্টেশন: সংশ্লিষ্ট  শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ (২৭) মেকানিক্যাল: সংশ্লিষ্ট  শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷

স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ১২ মাসের ট্রেনিং হবে৷ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে৷ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: প্রতি মাসে ৯,০০০ টাকা৷ ট্রেড অ্যাপ্রেন্টিস (১ বছরের আইটিআই পাশ) :  প্রতি মাসে ৭,৭০০ টাকা৷ ট্রেড অ্যাপ্রেন্টিস (২ বছরের আইটিআই পাশ) : প্রতি মাসে ৮,০৫০ টাকা৷ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: প্রতি মাসে ৮,০০০ টাকা৷

শূন্যপদের বিন্যাস: (ক) কলকাতা ওয়ার্ক সেন্টার: অ্যাকাউন্টস এক্সিকিউটিভ – ২৷ অফিস অ্যাসিস্ট্যান্ট – ২৷ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) – ৩৷ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন – ১৷ ড্রাফটসম্যান (সিভিল) – ২৷ ফিটার – ৬৷ ইনস্ট্রুমেন্ট মেকানিক – ৩৷ মেকানিক্যাল ডিজেল – ৫৷ ইলেকট্রনিক্স মেকানিক – ৫৷ মেকানিক (মোটর ভেহিকেল) – ২৷ সিভিল – ২৷ ইনস্ট্রুমেন্টেশন – ১৷ ইলেকট্রিক্যাল – ২৷ ইলেকট্রিশিয়ান – ৬৷ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স – ৩৷ মেকাক্যিাল – ৩৷ সার্ভেয়র – ২৷ (খ) আগরতলা ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ১৭৮৷ (গ) দেরাদুন ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ১৫৯৷ (ঘ) দিল্লি ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৪০৷ (ঙ) যোধপুর ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ১০৷ (চ) মুম্বই ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ২০০৷ (ছ) গোয়া ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ১৫৷ (জ) হাজিরা ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৭৪৷ (ঝ) ক্যাম্বে ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৯৬৷ (ঞ) বদোদরা ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ১৫৭৷ (ট) আঙ্কেলেশ্বর ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৪৩৮৷ (ঠ) আমেদাবাদ ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৩৮৭৷ (ড) মেহশানা ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৩৫৬৷ (ঢ) জোরহাট ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ১১০৷ (ণ) শিলচর ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৫১৷  (ত) নাজিরা ও শিবসাগর ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৫৮৩৷ (থ) চেন্নাই ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৫০৷  (দ) কাকিনাডা ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৫৮৷ (ধ) রাজামুন্দ্রা ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ৩৫৩৷  (ন) করাইকাল ওয়ার্ক সেন্টার: মোট শূন্যপদ ২৩৩৷

প্রার্থীরা যে কোনো একটি ওয়ার্ক স্টেশনের যে কোনো একটি ট্রেডের জন্য আবেদন করতে পারবেন৷ যে ওয়ার্ক স্টেশনের জন্য আবেদন করবেন প্রার্থীকে অবশ্যই সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে বা সেখান থেকেই শিক্ষালাভ করে থাকতে হবে৷ কলকাতা ওয়ার্ক স্টেশনের জন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার পূর্বে আগ্রহী প্রার্থীদের আগে https://apprenticeshipindia.org/ ওয়েবসাইটে (ট্রেড অ্যাপ্রেন্টিস প্রার্থীদের জন্য) এবং https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.acton ওয়েবসাইটে (টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস প্রার্থীদের জন্য)নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ নাম নথিভুক্ত করার পর প্রার্থীরা একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন৷ ওই নম্বর নিয়ে www.ongcapprentices.ongc.co.in ওয়েবসাইটে দরখাস্ত পূরণ করতে হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইটগুলি৷

Official website: https://www.ongcindia.com/wps/wcm/connect/en/career/recruitment-notice/

Get details: Click Here

Share it :