Memo No. 201/SW(KP)/21
Applications are being invited to recruit Accountant & Data Entry Operator in the District Project Management Unit (Rupashree Prakalpa), Murshidabad on temporary & contractual basis.
Post: Accountant, Data Entry Operator
Total Vacancy: 37 (Accountant- 6, Data Entry Operator- 31)
Eligibility: Accountant- Commerce Graduate, Working Knowledge of MS Office, Spread Sheet, Tally & Presentation.
Data Entry Operator- Graduate, Working Knowledge of MS Office, Typing proficiency.
Age limit: 18-40 years as on 01.01.2021
Consolidated Pay: Accountant- Rs. 15,000 & Data Entry Operator- Rs. 11,000.
Last Date of Receipt of Application: 6th December, 2021
………………………………….
মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩৭ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ কেবলমাত্র মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৬ ডিসেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) অ্যাকাউন্ট্যান্ট : অনার্স-সহ কমার্স গ্র্যাজুয়েট হতে হবে ও এমএস অফিস, স্প্রেড শীট, ট্যালি ও প্রেজেন্টেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ সরকারি সংস্থা বা এনজিও-তে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ৬[জেনাঃ ২, জেনাঃ (ইসি) ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ]৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৫,০০০ টাকা৷
(২) ডেটা এন্ট্রি অপারেটর : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, এমএস অফিস বিষয়ে জ্ঞান থাকতে হবে ও প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ সরকারি সংস্থা বা এনজিও-তে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ৩১[জেনাঃ ৯, জেনাঃ (প্রাক্তন সমরকর্মী) ১, জেনাঃ (ইসি) ৫, জেনাঃ (শারীরিক প্রতিবন্ধী) ১, তঃজাঃ ৪, তঃজাঃ (প্রাক্তন সমরকর্মী) ১, তঃজাঃ (ইসি) ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ২, ওবিসি-এ (ইসি) ১, ওবিসি-বি ২, ওবিসি-বি (ইসি)]৷ এককালীন বেতন : প্রতি মাসে ১১,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.murshidabad.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ২.৫ সেমি) সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক অ্যাডমিট কার্ড), শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার প্রশিক্ষণের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), অভিজ্ঞতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং বাসস্থানের প্রমাণপত্রের প্রতিলিপি (পঞ্চায়েত প্রধান / মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান দ্বারা প্রত্যয়িত), দুটি অতিরিক্ত স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ২.৫ সেমি) ও নিজের নাম-ঠিকানা লেখা দুটি খাম (স্ট্যাম্প-সহ) একত্রে অন্য একটি খামে ভরে সংশ্লিষ্ট এসডিও অফিসের ড্রপ বক্সে জমা করতে হবে বা অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.murshidabad.gov.in ও www.wbcdwdsw.gov.in ওয়েবসাইট৷
Official Website: https://murshidabad.gov.in
Official Notification: Click Here



