Advt. No. 03/2022
Security Printing & Minting Corporation of India Limited (SPMCIL) invites online applications for the following posts.
Post: Dy. Manager (Environment), Assistant Manager (Marketing), Assistant Manager (Finance & Accounts), Assistant Manager (Legal), Assistant Manager (HR), Assistant Manager (Environment), Assistant Manager (Materials Management), Assistant Manager (Civil), Assistant Manager (Information Technology).
Total vacancy: 37. Dy. Manager (Environment): 1, Assistant Manager (Marketing): 16, Assistant Manager (Finance & Accounts): 10, Assistant Manager (Legal): 3, Assistant Manager (HR): 3, Assistant Manager (Environment): 1, Assistant Manager (Materials Management): 1, Assistant Manager (Civil): 1, Assistant Manager (Information Technology): 1.
Eligibility: Post wise different.
Age: Post wise different.
Pay Scale: Post wise different.
Last Date of Online Application : 3rd October, 2022.
……………………..
কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অধীন সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ ও ‘ডেপুটি ম্যানেজার’ পদে ৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – মার্কেটিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ মার্কেটিং ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি পাশ বা এমবিএ (মার্কেটিং) পাশ হতে হবে৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে বি.কম পাশের পর সিএ / আইসিডব্লুএ পাশ হতে হবে৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – লিগ্যাল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ আইন বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – এইচআর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ পিএম অ্যান্ড আইআর বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা এমএসডব্লু ডিগ্রি পাশ বা এমবিএ (এইচআর) পাশ বা এইচআর বিষয় নিয়ে ম্যানেজমেন্টে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – এনভায়রনমেন্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ কেমিস্ট্রি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা কেমিক্যাল / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৬) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – মেটিরিয়ালস ম্যানেজমেন্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / পাল্প অ্যান্ড পেপার টেকনোলজি / ইলেকট্রনিক্স / প্রিন্টিং টেকনোলজিতে ডিগ্রি পাশ সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্ট / স্টোর ম্যানেজমেন্ট / পারচেজ / অপারেশন ম্যানেজমেন্ট / সাপ্লাই চেন ম্যানেজমেন্ট / লজিস্টিক ম্যানেজমেন্টে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা বা এমবিএ পাশ হতে হবে৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৭) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – সিভিল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ সিভিল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৮) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ইনফরমেশন টেকনোলজি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / আইটি শাখায় বি.টেক বা এমসিএ পাশ হতে হবে৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৯) ডেপুটি ম্যানেজার – এনভায়রনমেন্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ কেমিস্ট্রি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা কেমিক্যাল / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে এক্সিকিউটিভ পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.spmcil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদ কাগজে কালো কালিতে প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদ কাগজে কালো কালিতে প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও নিম্নলিখিত বয়ানটি নিজ হাতে লিখে (৫০ থেকে ১০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে – “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষার কেন্দ্রগুলি হল – কলকাতা, দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, হায়দরাবাদ, মুম্বই৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://spmcil.com/
Get details: Click Here