Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

37 FACULTIES ARE REQUIRED IN COOCH BEHAR PANCHANAN BARMA UNIVERSITY / পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ৩৭ অধ্যাপক

Advt. No.  F106.V1/REG/REC/2050-22

Cooch Behar Panchanan Barma University invites online applications for the following posts.

Post: Assistant Professor, Associate Professor, Professor.

Total vacancy: 37.

Eligibility: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 17th January, 2023.

……………………………..

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে ৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা চাই৷ অনলাইনে দরখাস্তকরতে হবে ১৭ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও গ্র্যাজুয়েশনে দ্বিতীয় শ্রেণির অনার্স গ্র্যাজুয়েট / মেজর ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ সকল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ প্রার্থী্যদর অবশ্যই নেট / স্লেট / সেট পরীক্ষায় পাশ করতে হবে৷ ১৯ সেপ্টেম্বর, ১৯৯১ এর আগে পিএইচ.ডি থাকা প্রার্থীরা মাস্টার ডিগ্রি স্তরে ৫% নম্বরের ছাড় পাবেন৷ ১১ জুলাই, ২০০৯ এর আগে পিএইচ.ডি থাকা প্রার্থীদের নেট / স্লেট / সেট পরীক্ষা দেওয়া আবশ্যক নয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছর ছাড় পাবেন)৷ বিষয় অনুযায়ী শূন্যপদ : সংস্কৃত – ২ (জেনাঃ ১, তঃজাঃ ১), জুলজি – ২ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ১), হিন্দি – ২ (জেনাঃ ১, ওবিসি বি ১), কেমিস্ট্রি – ২ (জেনাঃ ১, ওবিসি এ ১), ফিজিক্স – ২ (জেনাঃ ১, ওবিসি এ ১), ল – ২ (জেনাঃ ১, ওবিসি এ ১), এডুকেশন – ২ (অসংরক্ষিত), পলিটিক্যাল সায়েন্স – ২ (জেনাঃ ১, ওবিসি বি ১), ম্যাথমেটিক্স – ২ (জেনাঃ ১, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১), কমার্স – ২ (জেনাঃ ১, ওবিসি বি ১)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা৷

(২) অ্যাসোসিয়েট প্রফেসর: কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও সংশ্লিষ্ট বিয়য়ে পিএইচ.ডি ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ সকল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ কলেজ / বিশ্ববিদ্যালয়ে ৮ বছর শিক্ষকতার বা গবেষণার অভিজ্ঞতা থাকা চাই৷ বিষয় অনুযায়ী শূন্যপদ : ইংলিশ – ১ (তঃউঃজাঃ), সংস্কৃত – ২ (জেনাঃ ১, ওবিসি এ ১), জুলজি – ১ (তঃজাঃ), হিন্দি – ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী), কেমিস্ট্রি – ১ (তঃজাঃ), ফিজিক্স – ১ (তঃজাঃ), ল – ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১), এডুকেশন – ১ (অসংরক্ষিত), পলিটিক্যাল সায়েন্স – ১ (অসংরক্ষিত), ম্যাথমেটিক্স – ১ (ওবিসি এ), কমার্স – ১ (অসংরক্ষিত), লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স – ১ (তঃজাঃ), ফিলোজফি – ১ (ওবিসি বি)৷ বেতনক্রম: ১,৩১,৪০০ টাকা৷

(৩) প্রফেসর: সংশ্লিষ্ট বিয়য়ে পিএইচ.ডি ডিগ্রি থাকা প্রার্থীদের ইউজিসির তালিকাভুক্ত কোনো জার্নালে ১০টি গবেষণাপত্র প্রকাশিত হলে এবং রিসার্চ স্কোর ১২০ থাকলে বা বই প্রকাশিত হলে আবেদনের যোগ্য৷ সকল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ কলেজ / বিশ্ববিদ্যালয়ে ১০ বছর শিক্ষকতার বা গবেষণার অভিজ্ঞতা থাকা চাই৷ ডক্টরাল ছাত্রদের রিসার্চ গাইডেন্স হতে হবে৷ বিষয় অনুযায়ী শূন্যপদ : হিন্দি – ১ (ওবিসি এ), ম্যাথমেটিক্স – ১ (ওবিসি-এ)৷ বেতনক্রম: ১,৪৪,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.cbpbu.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্তের ফি ১৫০০ টাকা (সংরক্ষিতপ্রার্থীদের বেলায় ১০০০ টাকা)  অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্ট করে নেবেনে৷ ১ কপি নিজের কাছে রেখে দিতে হবে৷ অপর কপিটির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে ২২ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Registrar, Cooch Behar Panchanan Barma University, Panchanan Nagar, Vivekananda Street, Cooch Behar – 736101, West Bengal৷ খামের উপর আবেদন করা পদের নাম ও বিজ্ঞপ্তি নম্বর লিখে দিতে হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলF106.VI/REG/REC/2050-22৷অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official websitehttps://cbpbu.ac.in/

Get detailsClick Here

 

Share it :