Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

37 MANAGEMENT TRAINEES IN BDL / ভারত ডায়নামিক্স লিমিটেডে ৩৭ ম্যানেজমেন্ট ট্রেনি

Advt. no. C-HR (TA&CP) /ADVT.No.2022-3

Bharat Dynamics Limited invites online applications for the following post.

Post: Management Trainees.

Total vacancy: 37 (UR: 15, SC: 7, ST:3, OBC: 8, EWS: 4).

Eligibility: Discipline wise different.

Age limit: Discipline wise different.

Pay scale:  40,000/- to 1, 40,000/-.

Last Date of Online Application: 28th November, 2022 till 5 pm.

………………………………………

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ডায়নামিক্স লিমিটেড ৩৭ জন ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ নভেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা- (১) ম্যানেজমেন্ট ট্রেনি – ইলেকট্রনিক্স: ইলেকট্রনিক্স শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২৷

(২) ম্যানেজমেন্ট ট্রেনি – মেকানিক্যাল: মেকানিক্যাল শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৷

(৩) ম্যানেজমেন্ট ট্রেনি – ইলেকট্রিক্যাল: ইলেকট্রিক্যাল শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷

(৪) ম্যানেজমেন্ট ট্রেনি – মেটালার্জি: মেটালার্জি শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷

(৫) ম্যানেজমেন্ট ট্রেনি – কম্পিউটার সায়েন্স: কম্পিউটার সায়েন্স শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷

(৬) ম্যানেজমেন্ট ট্রেনি – অপটিক্স: অপটিক্স / অ্যাপ্লায়েড অপটিক্স / ফাইবার অপটিক্স / লেসার / অপ্ঢো ইলেকট্রনিক্স বিষয়ে স্পেশালাইজেশন সহ ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ এম.এসসি পাশ হতে হবে অথবা ফোটোনিক্স বিষয়ে স্পেশালাইজেশন সহ ইঞ্জিনিয়ারিং ফিজিক্স শাখায় এম.এসসি (টেক) পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷

(৭) ম্যানেজমেন্ট ট্রেনি – বিজনেস ডেভেলপমেন্ট: মেকানিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড  ইনস্ট্রুমেন্টেশন / ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স / প্রোডাকশন  শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ মার্কেটিং / সেলস অ্যান্ড মার্কেটিংয়ে স্পেশালাইজেশন নিয়ে প্রথম শ্রেণির নম্বরসহ ২ বছরের এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট  ডিপ্লোমা  পাশ হতে হবে৷ ইন্টারন্যাশনাল মার্কেটিং / ফরেন ট্রেডে ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷

(৮) ম্যানেজমেন্ট ট্রেনি – ফিন্যান্স: চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়ার চূড়ান্ত পরীক্ষায় পাশ হতে হবে অথবা কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার চূড়ান্ত পরীক্ষায় পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বরসহ ফিন্যান্সে ২ বছরের এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে এমবিএ পাশ প্রার্থীদের বেলায় ২৭ বছরের মধ্যে ও সিএ / আইসিডব্লুএআই পাশ প্রার্থীদের বেলায় ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷

(৯) ম্যানেজমেন্ট ট্রেনি – হিউম্যান রিসোর্স: প্রথম শ্রেণির নম্বরসহ  এমবিএ বা এইচআর / পিএম অ্যান্ড আইআর / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / সোশ্যাল সায়েন্স / সোশ্যাল ওয়েলফেয়ার / সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷

বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://bdl-india.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে এসবিআই ই-পে সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://bdl-india.in/careers-page

 Get details: Click Here

 

Share it :