Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

37 SI IN ITBP / ইন্দো-তিববত সীমান্ত পুলিশে ৩৭ সাব ইন্সপেক্টর

Online applications are invited from eligible candidates for the following post in Indo-Tibetan Border Police Force.

Post: Sub Inspector (Overseer)

Total vacancy: 37. Male: 32, Female: 5.

Eligibility:  Madhyamik pass with Diploma in Civil Engineering

Age:  20 to 25 years (as on 14/08/2022).

Salary:  Rs. 35,400 – Rs. 1,12,400

Last Date of Online Application :  14th August, 2022 till 11:59pm.

…………………………

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো-তিববত সীমান্ত পুলিশে সাব ইন্সপেক্টর (ওভারসিয়ার) পদে ৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৪ আগস্ট, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কেন্দ্রীয় সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৪ আগস্ট, ২০২২ এর হিসেবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷  শূন্যপদ: পুরুষ: ৩২ (জেনাঃ ৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ মহিলা: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ শারীরিক  মাপজোক : উচ্চতা হতে হবে পুরুষদের বেলায় কমপক্ষে ১৭০ সেমি ও মহিলাদের বেলায় কমপক্ষে ১৫৭ সেমি৷ পুরুষদের বুকের ছাতি হতে হবে ফুলিয়ে ৮৫ সেমি ও না ফুলিয়ে ৮০ সেমি৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, জম্মু ও লাদাখ অঞ্চলের পুরুষদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি ও মহিলাদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি হতে হবে৷ তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পুরুষদের বেলায় কমপক্ষে ১৬২.৫ সেমি ও মহিলাদের বেলায় কমপক্ষে ১৫০ সেমি এবং পুরুষদের বুকের ছাতি হতে হবে ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি৷ দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯ ও চশমা সহ ভালো চোখে এন ৬, খারাপ চোখে এন ৯৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.recruitment.itbpolice.nic.in

Official Notification: click here

Share it :