Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

37 TECHNICIANS, MANAGERS & ASSISTANT IN AVNL

Advt. No. OFMK/FTB/05/2025

Ordnance Factory Medak (Armoured Vehicles Nigam Limited) is inviting application for the recruitment to following post on contractual basis.

Post: Jr. Manager, Diploma Technician, Assistant.

Total vacancy: 80

Eligibility: Post-wise different.

Age Limit: within 30 years.

Salary: Post-wise different.

Last date of receipt of application: 6th September, 2025

……………………………………………

প্রতিরক্ষা সংস্থায় ৩৭ টেকনিশিয়ান, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট

প্রতিরক্ষা সংস্থা আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের অধীনস্থ অর্ডিন্যান্স ফ্যাক্টরি মেডক জুনিয়র ম্যানেজার, ডিপ্লোমা টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট পদে ৩৭ জন কর্মী নিয়োগ করা হবে৷ ১ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ বয়স হতে হবে ১৬ আগস্ট, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷  দরখাস্ত পাঠাতে হবে ৬ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা:  প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট / ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকাট্রনিক্স  শাখায় প্রথম শ্রেণিতে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ বি.ই / বি.টেক পাশের পরে মেটিরিয়ালস ম্যানেজমেন্ট / সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শাখায় ২ বছরের এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক পাশের পরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / ইকোনমিক্স / ফরেন ট্রেড / কমার্স / বিজনেস ইকোনমিক্স / কোয়ান্টিটেটিভ মেথডস / স্ট্যাটিসটিক্স  বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (টুল অ্যান্ড ডাই) শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইঞ্জিনিয়ারিং ডিজাইন শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে ক্যাড বিষয়ে পিজি ডিপ্লোমা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে কোয়ালিটি অ্যাস্যুরেন্স / ইন্সপেকশন / কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে পোস্ট ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে অথবা মেটালার্জি ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং / ইন্ডাস্ট্রিয়াল রেডিয়োগ্রাফি বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ বা বি.এসসি কেমিস্ট্রি পাশ হতে হবে সঙ্গে স্পেক্ট্রো অ্যানালিসিস / ওয়েট অ্যানালিসিস বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা প্রথম শ্রেণীর নম্বর-সহ গ্র্যাজুয়েট সঙ্গে পার্সোনেল ম্যানেজমেন্ট / এইচআর / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / পিএম্যান্ডআইআর বিষয়ে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা প্রথম শ্রেণীর নম্বর-সহ গ্র্যাজুয়েট সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্ট / সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

আবেদন: দরখাস্ত করতে হবে https://ddpdoo.gov.in/career ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে জমা  দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত এবং জন্মতারিখের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও দরখাস্ত ফি-র রসিদ-সহ সমস্ত জরুরী নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-To The Deputy General Manager/HR, Ordnance Factory Medak, Yeddumailaram, Dist: Sangareddy, Telangana – 502205৷  অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://ddpdoo.gov.in/career

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply