Notification No. 45th Batch Act.Appt./2021
Benaras Locomotive Works (BLW) invites applications to engage Apprentices.
Post: ITI & Non ITI Apprentice
Total Vacancy: 374 (ITI Apprentice- 300 & Non ITI Apprentice- 74).
Eligibility: Non-ITI – The candidate must have passed 10th exam or its equivalent with minimum 50% marks. ITI – The candidate must have passed 10th exam or its equivalent with minimum 50% marks and also must be passed ITI in the relevant trades.
Age Limit: Non-ITI: 15 to 22 years, ITI: 15 to 24 years
Application Fee: Rs. 100 (SC/ST/PWD/Women candidates are exempted).
Last Date of Online Application: 26th April, 2022 till 4:45 pm
……………………………………………..
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা বেনারস লোকোমোটিভ ওয়ার্কস ফিটার, কার্পেন্টার, পেন্টার (জেনারেল), মেশিনিস্ট, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ইলেকট্রিশিয়ান ট্রেডে ৩৭৪ জন আইটিআই ও নন-আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ এপ্রিল, ২০২২ বিকেল ৪ টা ৪৫ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) আইটিআই অ্যাপ্রেন্টিস: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ২৬ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ ওয়েল্ডার ও কার্পেন্টার পদের বেলায় ১৫ থেকে ২২ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি ১৩ বছর ও তপশিলি সম্প্রদায় ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৩০০৷ (১) ফিটার- ১০৭ (জেনাঃ ৪৩, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি ২৯, আর্থিকভাবে অনগ্রসর ১১)৷ (২) মেশিনিস্ট- ৬৭ (জেনাঃ ২৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ (৩) ওয়েল্ডার (জি অ্যান্ড ই)- ৪৫ (জেনাঃ ১৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ (৪) ইলেকট্রিশিয়ান- ৭১ (জেনাঃ ২৯, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ (৫) কার্পেন্টার- ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ (৬) পেন্টার (জেনারেল)- ৭ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(খ) নন-আইটিআই অ্যাপ্রেন্টিস: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হবে৷ বয়স: ২৬ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২২ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি ১৩ বছর ও তপশিলি সম্প্রদায় ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৭৪৷ (১) ফিটার- ৩০ (জেনাঃ ১২, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ (২) মেশিনিস্ট- ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (৩) ওয়েল্ডার (জি অ্যান্ড ই)- ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৪) ইলেকট্রিশিয়ান- ১৮ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷
স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.blwindianrailways.gov.in বা www.blwactapprentice.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থী আইটিআই বা নন-আইটিআই যে কোনো একটি ক্ষেত্রে আবেদন করতে পারবেন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৪ সেমি× ৫ সেমি মাপের পাসপোর্ট রঙিন ছবি (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে এবং হাই সুকলের মার্কশিট ও সার্টিফিকেট, আইটিআই মার্কশিট / সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) জেপিজি / জেপিইজি / বিএমপি ফরম্যাটে (১০০ কেবি থেকে ২০০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সার্ভিস চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://blw.indianrailways.gov.in
Official Notification: Click Here