Indian Army invites online applications from eligible unmarried male and female Engineering Graduates for 66th Men & Women SSC (Tech) Course.
Total Vacancy: 379.
Eligibility: B.E / B.Tech in relevant streams.
Age Limit: 20 to 27 years (as on 01/04/2026).
Pay scale: 56,100/- to 1,77,500/-.
Last Date of Online Application: 22nd August, 2025 till 3 pm.
……………………………………….
ভারতীয় সেনাবাহিনীতে ৩৭৯ ইঞ্জিনিয়ার
ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশনের ৬৬তম মেন (টেকনিক্যাল) ও ৬৬তম উইমেন (টেকনিক্যাল) কোর্সের মাধ্যমে ৩৭৯ জন অবিবাহিত গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ আগস্ট, ২০২৫ দুপুর ৩টে-র মধ্যে৷
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিই/বিটেক পাশ হতে হবে৷
বয়স: ১ এপ্রিল, ২০২৬ অনুযায়ী ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ জন্ম-তারিখ হতে হবে ২ এপ্রিল, ১৯৯৯ থেকে ৩১ মার্চ, ২০০৬-এর মধ্যে৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷
Official Website: https://joinindianarmy.nic.in/officers-notifications.htm
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০ /৭ /২০২৫)।