Indian Army invites online applications from eligible unmarried male and female Engineering Graduates for 65th Men & 36th Women SSC (Tech) Course.
Total vacancy: 379
Eligibility: B.E / B.Tech /M.Sc. in relevant streams
Age limit: 20 to 27 years (as on 1st October, 2025)
Stipend: Rs. 56,100
Basic Pay: Rs. 56,100 – 1,77,500
Last Date of Online Application: 5/2/2025 till 3pm.
ভারতীয় সেনাবাহিনীতে ৩৭৯ ইঞ্জিনিয়ার
ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশনের ৬৫তম মেইন [টেকনিক্যাল] ও ৩৬তম উইমেন [টেকনিক্যাল)] কোর্সের মাধ্যমে ৩৭৯ জন অবিবাহিত গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ৩টে-র মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট শাখায় বিই/বিটেক পাশ হতে হবে৷ কিছুক্ষেত্রে এমএসসি পাশ।
বয়স: ১ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ জন্ম-তারিখ হতে হবে ২ অক্টোবর, ১৯৯৮ থেকে ১ অক্টোবর, ২০০৫-এর মধ্যে৷
শূন্যপদ: ৩৭৯৷
স্টাইপেন্ড ও বেতন: ৪৯ সপ্তাহের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে ৫৬,১০০ টাকা৷ ট্রেনিং শেষে নিয়োগ হবে লেফটেন্যান্ট পদে৷ তখন মূল বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা, এমএসপি ১৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷
Official website: https://joinindianarmy.nic.in
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৫/১/২০২৫)।