Memo. No. DH&FWS-Mid(W)/2022/2068
Applications are being invited for recruitment to the following post in Paschim Medinipur district on contractual basis.
Post: Community Health Assistant (Urban)
Total Vacancy: 38 [UR: 20, SC: 9, ST: 2, OBC-A: 4, OBC-B: 3]
Eligibility: Passed ANM / GNM course. Should be a resident of Paschim Medinipur district. Should be proficient in Bengali.
Age limit: 21 – 40 years as 01.01.2022
Salary: Rs. 13,000 per month
Application Fee: Rs. 100 (Rs. 50 for reserved category candidates)
Last date of receipt of application: 18th August, 2022.
……………………………..
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান পদে ৩৮ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে৷ শূন্যপদ: ৩৮ (জেনাঃ ২০, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ৪, ওবিসি-বি ৩)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা)“Account of District Health & Family Welfare Samiti, Paschim Medinipur, A/C No. 0788010159603 IFSC Code PUNB0078820 Bank – PNB, Branch Sepai Bazar (Paschim Medinipur)”-এ জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ও ফি-র রসিদের এক কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://wbhealth.gov.in
Official Notification: Click Here