Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

389 ENGINEERS & GEOLOGIST IN IRCON INTERNATIONAL LIMITED / ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে ৩৮৯

Advt. No. C-03/2022

Ircon International Limited invites applications for the following posts.

Post: Sr. Works Engineer /Civil, Works Engineer/Civil, Site Supervisor/Civil, Works Engineer/ Electrical, Sr. Works Engineer/S&T, Works Engineer/S&T, Geologist.

Total vacancy: 389. Sr. Works Engineer /Civil 23, Works Engineer/Civil 163, Site Supervisor/Civil 1, Works Engineer/ Electrical 9, Sr. Works Engineer/S&T 8, Works Engineer/S&T 21, Geologist 1.

Eligibility: post wise different.

Age limit: post wise different

Salary:  post wise different

Date of Registration Application: post wise different.

…………………………………………………………………………………..

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার, ওয়ার্কস ইঞ্জিনিয়ার, সাইট সুপারভাইজার, জিয়োলজিস্ট পদে ৩৮৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ চুক্তির ভিত্তিতে সংস্থার পশ্চিমবঙ্গ ও সিকিম, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা ও নিউ দিল্লি, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর ও পঞ্জাব, ওড়িশা, উত্তর প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশের দপ্তরে এই নিয়োগ হবে৷ প্রার্থীদের নিজেদের নাম সংশ্লিষ্ট রাজ্যের দপ্তরে গিয়ে ৮ মার্চ, ১১ মার্চ বা ১২ মার্চ (পদ অনুযায়ী আলাদা আলাদা তারিখ) ২০২২ তারিখে রেজিস্ট্রেশন করাতে হবে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার / সিভিল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷  পশ্চিমবঙ্গ ও সিকিম দপ্তরের শূন্যপদ: ২২ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ অন্যান্য দপ্তরের শূন্যপদ: বিহার ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷

(২) ওয়ার্কস ইঞ্জিনিয়ার / সিভিল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬৩ (জেনাঃ ৬৮, তঃজাঃ ২৪, তঃউঃজাঃ ১২, ওবিসি ৪৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৫)৷ পশ্চিমবঙ্গ ও সিকিম দপ্তরের শূন্যপদ: ৪৮ (জেনাঃ ১৭, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ অন্যান্য দপ্তরের শূন্যপদ: বিহার ১০, গুজরাট ৪, হরিয়ানা ২, উত্তরাখণ্ড ৫, জম্মু-কাশ্মীর ৫১, পঞ্জাব ৫, ওড়িশা ১, উত্তর প্রদেশ ৩, মধ্যপ্রদেশ ৮, মহারাষ্ট্র ১৩, নিউ দিল্লি ২, ঝাড়খন্ড ১১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৬,০০০ টাকা৷

(৩) সাইট সুপারভাইজার / সিভিল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বিহার ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৪) ওয়ার্কস ইঞ্জিনিয়ার / ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ পশ্চিমবঙ্গ ও সিকিম দপ্তরের শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ অন্যান্য দপ্তরের শূন্যপদ: কর্ণাটক ২,  ওড়িশা ২, মধ্যপ্রদেশ ৩, মহারাষ্ট্র ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৬,০০০ টাকা৷

(৫) সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার / এস অ্যান্ড টি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ২)৷ জম্মু ও কাশ্মীর ৮৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷

(৬) ওয়ার্কস ইঞ্জিনিয়ার / এস অ্যান্ড টি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২১ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ অন্যান্য দপ্তরের শূন্যপদ: বিহার ১, ছত্তিশগড় ১, উত্তর প্রদেশ ২, জম্মু-কাশ্মীর ৮, ওড়িশা ৩, মধ্যপ্রদেশ ৬৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৬,০০০ টাকা৷

(৭) জিয়োলজিস্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ জিয়োলজিতে এম.এসসি / এম.টেক বা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ জম্মু-কাশ্মীর ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৬,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.ircon.org  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি সহ মূল কপি রেজিস্ট্রেশনের দিন সঙ্গে করে আনতে হবে — বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট / ইডব্লুএস সার্টিফিকেট (যদি থাকে)৷ পদ অনুযায়ী রেজিস্ট্রেশনের তারিখ এবং পশ্চিমবঙ্গ ও সিকিম দপ্তরের জন্য রেজিস্ট্রেশনের ঠিকানা নিম্নে উল্লেখ করা হল — সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার / সিভিল: ১১ মার্চ, ২০২২৷ ওয়ার্কস ইঞ্জিনিয়ার / সিভিল: ৮ মার্চ, ২০২২৷ সাইট সুপারভাইজার / সিভিল: ৮ মার্চ, ২০২২৷ ওয়ার্কস ইঞ্জিনিয়ার / ইলেকট্রিক্যাল: ১১ মার্চ, ২০২২৷ সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার / এস অ্যান্ড টি: ১২ মার্চ, ২০২২৷ ওয়ার্কস ইঞ্জিনিয়ার / এস অ্যান্ড টি: ১২ মার্চ, ২০২২৷ জিয়োলজিস্ট: ৮ মার্চ, ২০২২৷ পশ্চিমবঙ্গ ও সিকিম দপ্তরের ঠিকানা: প্রোজেক্ট অফিস, সেবক রংপো  প্রোজেক্ট, ব্লক সি, সেকেন্ড ফ্লোর, পি সি মিত্তল বাস স্ট্যান্ড, পিও – সেবক রোড, পিএস – ভক্তি নগর, শিলিগুড়ি – ৭৩৪০০১৷ প্রার্থী বাছাই হবে ভার্চুয়াল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website:https://www.ircon.org/index.php?lang=en

Get detailsClick Here

Share it :