Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

39 EMPLOYEES IN IIT TIRUPATI / আইআইটি-তে ৩৯ কর্মী

Adv. No. IITT/Staff RMT/01/2022

IIT Tirupati is inviting applications for the following posts.

Post: Jr. Assistant, Jr. Technician, Jr. Library Technician, Jr. Superintendent, Jr. Engineer, Jr. Library Superintendent, Assistant Registrar, Technical Officer.

Total vacancy: 39

Eligibility:  Diploma/Degree/PG in relevant streams.

Age:  Post-wise different

Salary:  Post-wise different

Last Date of Online Application: 10/11/2022

…………………………

আইআইটি তিরুপতি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, টেকনিক্যাল অফিসার-সিস্টেমস, জুনিয়র লাইব্রেরি সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র লাইব্রেরি টেকনিশিয়ান, জুনিয়র হিন্দি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I পদে ৩৯ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ নভেম্বর, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ সি): প্রথম শ্রেণিতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনা: ৭, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা৷

(২) জুনিয়র সুপারিনটেন্ডেন্ট (গ্রুপ সি): প্রথম শ্রেণিতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনা: ২, ত:জা: ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৩) জুনিয়র টেকনিশিয়ান-ওয়ার্ক শপ (গ্রুপ সি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে বা উচ্চমাধ্যমিক পাশের পরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ওয়েল্ডিং ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনা: ১, ত:জা: ১)৷ বেতনক্রম: ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা৷

(৪) জুনিয়র টেকনিশিয়ান-কম্পিউটার সেন্টার-সিস্টেম (গ্রুপ সি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ  কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার নেটওয়ার্ক টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বিএসসি (সিএস) / বিসিএ / ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনা: ১, ত:জা: ১)৷ বেতনক্রম: ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা৷

(৫) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (গ্রুপ এ): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনা: ১, ত:জা: ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৬) জুনিয়র টেকনিশিয়ান-কেমিস্ট্রি (গ্রুপ সি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রি বিষয়ে তিন বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা৷

(৭) জুনিয়র টেকনিশিয়ান-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ সি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৮) জুনিয়র টেকনিশিয়ান-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ সি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে বা উচ্চমাধ্যমিক পাশের পরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ওয়েল্ডিং ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ বেতনক্রম: ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা৷

(৯) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট-সিভিল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১০) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট-ফিজিক্স (গ্রুপ বি):  কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্স বিষয়ে এমএসসি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১১) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট-কম্পিউটার সেন্টার-নেটওয়ার্ক (গ্রুপ বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিএসই / ইসিই / আইটি / সফটওয়্যার সায়েন্স বিষয়ে বিই / বিটেক / এমএসসি বা এমসিএ পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১২) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট-কম্পিউটার সেন্টার-সিস্টেম (গ্রুপ বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিএসই / ইসিই / আইটি / সফটওয়্যার সায়েন্স বিষয়ে বিই / বিটেক / এমএসসি বা এমসিএ পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১৩) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট-সফটওয়্যার অ্যান্ড ওয়ার্ক ফ্লো (গ্রুপ বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিএসই / ইসিই / আইটি / সফটওয়্যার সায়েন্স বিষয়ে বিই / বিটেক / এমএসসি বা এমসিএ পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১৪) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং  বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ত:জা:)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১৫) জুনিয়র ইঞ্জিনিয়ার-সিভিল (গ্রুপ বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১৬) জুনিয়র ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল (গ্রুপ বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১৭) টেকনিক্যাল অফিসার-সিস্টেমস (গ্রুপ এ): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিএসই / ইসিই / আইটি / সফটওয়্যার সায়েন্স বিষয়ে বিই / বিটেক / এমএসসি বা এমসিএ পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(১৮) জুনিয়র লাইব্রেরি সুপারিনটেন্ডেন্ট (গ্রুপ বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি ও মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স / মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স  পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১৯) জুনিয়র লাইব্রেরি টেকনিশিয়ান (গ্রুপ সি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি ও মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স / মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স  পাশ হওয়া আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ত:জা:)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(২০) জুনিয়র হিন্দি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে ইংরাজি অন্যতম বিষয় সহ হিন্দি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে এবং ইংরাজি থেকে হিন্দি ও হিন্দি থেকে ইংরাজিতে অনুবাদের কাজে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

উল্লিখিত সব পদে কেন্দ্রীয় আইন অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://iittp.ac.in /recruitment ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি গ্রুপ এ পদের বেলায় ৫০০ টাকা, গ্রুপ বি পদের বেলায় ৩০০ টাকা, গ্রুপ সি পদের বেলায় ২০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়ভুক্ত ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো দরখাস্ত ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: গ্রুপ এ পদের প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে এবং গ্রুপ বি ও গ্রুপ সি পদের প্রার্থী বাছাই হবে অবজেক্টিভ টেস্ট, লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট / ট্রেড টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website:  https://iittp.ac.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :