Notification No: IOCL/MKTG/SR/REC/2022
Indian Oil Corporation Ltd (IOCL) Southern Region invites applications for the following post for its Marketing Division.
Post: Junior Operator (Aviation) Grade I
Total vacancy: 39
Eligibility: Higher Secondary (Class XII) with minimum of 45% marks in aggregate for General, EWS & OBC candidates and 40% in case of SC/ST candidates against reserved positions with valid Heavy Vehicle Driving License issued by the Regional Transport Authority. Minimum one year work Experience in Heavy Vehicle driving (excluding training) i.e.one year experience after acquiring HMV License.
Age limit: 18-26 years as on 30th June, 2022
Pay Scale: Rs.23,000 – Rs.78,000
Application Fee: Rs. 150 (SC/ST candidates are exempted)
Last Date of Application Submission: 29.07.2022 (2200 hours)
………………………..
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাদার্ন রিজিয়নের মার্কেটিং ডিভিশনে জুনিয়র অপারেটর (অ্যাভিয়েশন) গ্রেড-I পদে ৩৯ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ জুলাই, ২০২২ রাত ১০টার মধ্যে৷ যোগ্যতা: কমপক্ষে মোট ৪৫ শতাংশ (তপশিলি প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ) নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ ভারি মোটরগাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ জুন, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদ: (১) জুনিয়র অপারেটর (অ্যাভিয়েশন) গ্রেড-I (পোস্ট কোড ১০১): ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ নিয়োগ হবে তেলেঙ্গানা রাজ্যে৷
(২) জুনিয়র অপারেটর (অ্যাভিয়েশন) গ্রেডI (পোস্ট কোড ১০২): ৬ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ নিয়োগ হবে কর্ণাটক রাজ্যে৷
(৩) জুনিয়র অপারেটর (অ্যাভিয়েশন) গ্রেড-I (পোস্ট কোড ১০৩): ২৮ (জেনাঃ ১৬, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে ৭টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ নিয়োগ হবে তামিলনাড়ু ও পুডুচেরি-তে৷
বেতনক্রম: ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে অনলাইনে www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১৫০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ জন্ম প্রমাণপত্র, উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট, ভারি মোটরগাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতার প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত প্রতিলিপি ও সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি ও কালো কালিতে করা সই জেপিজি / পিডিএফ ফরম্যাটে ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও স্কিল প্রফিশিয়েন্সি ফিজিক্যাল টেস্টের (ড্রাইভিং টেস্ট) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষার তারিখ ২১ আগস্ট, ২০২২৷ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৬ সেপ্ঢেম্বর, ২০২২৷ নথিপত্র যাচাই ও স্কিল প্রফিসিয়েন্সি ফিজিক্যাল টেস্ট (ড্রাইভিং টেস্ট) হবে ২০ থেকে ২৪ সেপ্ঢেম্বর, ২০২২৷ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ১৪ অক্টোবর, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.iocl.com
Official Notification: click here